Largest Dam on Brahmaputra River: তিব্বতে ব্রহ্মপুত্রের ওপরে বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে চিন, কয়েক দশক পর মিলল অনুমোদন

তিব্বতের ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্পের পরিকল্পনাকে নিরাপদ বলে দাবি করেছে চিন। তারা দাবি করে, এই প্রকল্পের জন্য নীচু এলাকায় কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। কয়েক দশকের গবেষণার পর এটি নিরাপদে নির্মিত হচ্ছে।

Advertisement
তিব্বতে ব্রহ্মপুত্রের ওপরে বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে চিন, কয়েক দশক পর মিলল অনুমোদনপ্রতীকী ছবি

তিব্বতের ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্পের পরিকল্পনাকে নিরাপদ বলে দাবি করেছে চিন। তারা দাবি করে, এই প্রকল্পের জন্য নীচু এলাকায় কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। কয়েক দশকের গবেষণার পর এটি নিরাপদে নির্মিত হচ্ছে।

আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও, চিন তিব্বতের ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্প অনুমোদন করেছে। ভূমিকম্পপ্রবণ হিমালয় অঞ্চলে অবস্থিত এই প্রকল্পে চিন ১৩৭ বিলিয়ন ডলার ব্যয় করবে। যদিও অনেক দেশ এই প্রকল্প নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

গবেষণার পর প্রকল্পটি অনুমোদন করা হয় বলে দাবি
চিনের বিদেশ মন্ত্রক মুখপাত্র মাও নিং বলেন, চিন বরাবরই আন্তঃসীমান্ত নদীগুলির উন্নয়নের দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, কয়েক দশকের গবেষণার পর তিব্বতে জলবিদ্যুৎ উন্নয়ন অনুমোদন করা হয়েছে। এ জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, এই প্রকল্পের ফলে ভাটির এলাকায় কোনও প্রভাব পড়বে না।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও বলেছেন, চিন সীমান্তবর্তী দেশগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তিনি আশ্বস্ত করেছেন, চিন ভূমিকম্প এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নদীর তীরে অবস্থিত দেশগুলির সঙ্গে সহযোগিতার প্রচার করবে, যাতে নদীর তীরে বসবাসকারী মানুষেরা উপকৃত হতে পারে।

ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ করা হবে
চিনের এই প্রকল্প ভারত ও বাংলাদেশের সঙ্গে সীমান্ত বিরোধ বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ তিব্বতের ব্রহ্মপুত্র নদের নীচু অংশে বাঁধ নির্মাণ করা হবে (তিব্বতে এই নদীটিকে ইয়ারলুং জাংবো নদী বলা হয়)। ব্রহ্মপুত্র যে অংশে ইউ-টার্ন নিয়ে অরুণাচল প্রদেশে প্রবাহিত হয়েছে সেখানেই তৈরি হবে বিশ্বের সবচেয়ে বড় এই বাঁধ।

চিনা মুখপাত্র জলবায়ু পরিবর্তন প্রতিরোধের প্রচেষ্টা হিসাবে প্রকল্পটিকে উপস্থাপন করেছেন। এই প্রকল্পে চিনা মুদ্রায় এক ট্রিলিয়ন ইউয়ান খরচ হবে। এই বাঁধটি "থ্রি জর্জেস ড্যাম" এর চেয়েও বড় হবে।

Advertisement

POST A COMMENT
Advertisement