প্রতীকী ছবি'অপারেশন সিঁদুর'-এ ভারতীয় সেনার হাতে চূড়ান্ত অপদস্থ হওয়ার পরও শিক্ষা হয়নি লস্কর-ই-তৈবার। পাক অধিকৃত কাশ্মীরে এবার মসজিদের আড়ালে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী।
জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের নীলম জেলার শারদা এলাকায় লস্কর-ই-তৈবা একটি সেন্টার তৈরি করছে। স্থানীয় জামিয়া মসজিদের আড়ালে তৈরি হচ্ছে এই সেন্টারটি। যেটিকে বলা হচ্ছে তামিয়া এবং মার্কাজ। অর্থাৎ এই সেন্টারটি ধর্মী এবং সন্ত্রাসবাদী, উভয় কার্যকলাপের জন্যই ব্যবহার করা যেতে পারে।
ইন্টালিজেন্স এজেন্সিগুলি এই সেন্টার এবং লস্কর-ই-তৈবার গতিবিধির উপর কড়া নজর রাখছে। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে একটি নয়, ৪টি আলাকা আলাদা অঞ্চলে পৃথক পৃথক সেন্টার নির্মাণ করতে চলেছে এই জঙ্গি গোষ্ঠী। এই এলাকাগুলি হল, বাগ এলাকার ধীরকোট, রাওয়ালকোটের খাইগালা, সুধানোটির পালান্দ্রি এবং নীলম ভ্যালির শারদা।
লস্কর-ই-তৈবার পাক অধিকৃত কাশ্মীরের ডেপুটি রিজওয়ান হানিফকে সম্প্রতি দেখা গিয়েছে নীলম ভ্যালিতে। সেখানে মসজিদের আড়ালে তৈরি হওয়া সন্ত্রাসবাদী কার্যকলাপের সেন্টার পর্যবেক্ষণ করে সে।
পাক অধিকৃত কাশ্মীরে লাগাতার সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং লস্কর-ই-তৈবার বাড়তে থাকা গতিবিধি নিয়ে বাড়ছে উদ্বেগ।
এদিকে, পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। কুইয়ান গ্রামের মানুষরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। গ্রামবাসীদের রোষের মুখে পড়ে শেষমেশ সশস্ত্র দলবল নিয়ে পালাতে বাধ্য হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গিদলের কমান্ডার রিজওয়ান হানিফকে।