Lionel Messi: বড়সড় দুর্ঘটনা মেসির পরিবারে, ভারত থেকে ফিরেই খুব খারাপ খবর পেলেন LM 10

মেসি পরিবারে দুঃসংবাদ। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। এই ঘটনার জেরে নতুন বছরের শুরুতে নির্ধারিত তাঁর বিয়ের অনুষ্ঠান আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
বড়সড় দুর্ঘটনা মেসির পরিবারে, ভারত থেকে ফিরেই খুব খারাপ খবর পেলেন LM 10
হাইলাইটস
  • মেসি পরিবারে দুঃসংবাদ।
  • ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি।

মেসি পরিবারে দুঃসংবাদ। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। এই ঘটনার জেরে নতুন বছরের শুরুতে নির্ধারিত তাঁর বিয়ের অনুষ্ঠান আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর শারীরিক অবস্থা
আর্জেন্তিনার একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩২ বছর বয়সি মারিয়া সোল মেসির আঘাত গুরুতর। প্রাথমিক মেডিক্যাল পরীক্ষায় তাঁর মেরুদণ্ডে চোট, গোড়ালি ও কব্জিতে ফ্র্যাকচার ধরা পড়েছে। পাশাপাশি শরীরের কয়েকটি অংশে দগ্ধ হওয়ার চিহ্নও মিলেছে। জনপ্রিয় সাংবাদিক অ্যাঞ্জেল দে ব্রিতো আমেরিকা টিভিকে জানিয়েছেন, মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে কথা হয়েছে তাঁর। তিনি জানান, মারিয়া বর্তমানে বিপন্মুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। ইতিমধ্যেই রোসারিওতেই তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।

দে ব্রিতো বলেন, 'এই মুহূর্তে সে নিরাপদ। তবে ৩ জানুয়ারি রোসারিওতে যে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা স্থগিত রাখতেই হচ্ছে। দগ্ধ হওয়ার ক্ষত সারাতে সময় লাগে, তার উপর মেরুদণ্ডের চোটের জন্য দীর্ঘ রিহ্যাব প্রয়োজন।'

কীভাবে ঘটল দুর্ঘটনা?
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মায়ামিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারেন মারিয়া। অ্যাঞ্জেল দে ব্রিতোর দাবি, দুর্ঘটনার ঠিক আগে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। যদিও কিছু আর্জেন্তিনীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, তিনি একটি পিক-আপ ট্রাক চালাচ্ছিলেন। আবার কোথাও মোটরবাইক দুর্ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

পিছল বিয়ের আয়োজন
আগামী ৩ জানুয়ারি রোসারিওতে মারিয়া সোল মেসির বিয়ে হওয়ার কথা ছিল। পাত্র জুলিয়ান আরেয়ানো, ইন্টার মায়ামি সিএফ-এর অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য। কিন্তু মারিয়ার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই আপাতত বিয়ের সমস্ত আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিয়ে ঘিরে মেসি পরিবারের বড় জমায়েত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও।

Advertisement

ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা মারিয়া সোল সাধারণত প্রচারের আড়ালেই থাকেন। স্পেনে কিছুদিন কাটানোর পর আর্জেন্তিনায় ফিরে নিজের কাজেই মন দিয়েছিলেন তিনি। এখন পরিবার ও অনুরাগীদের একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন মারিয়া, ফিরে আসুক জীবনের স্বাভাবিক ছন্দ।

 

POST A COMMENT
Advertisement