Live in Finland: ঝকঝকে হ্রদ, মেরুজ্যোতি, অপরূপ প্রাকৃতিক শোভা। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে ফিনল্যান্ড অন্যতম। আচ্ছা... যদি এই ফিনল্যান্ডেই পাকাপাকি বসবাসের সুযোগ মিলত? না, আকাশকুসুম কল্পনা নয়, বাস্তবেই সেই সুযোগ পেতে পারেন আপনিও। ইউরোপীয় ইউনিয়নের বাইরের (Non-EU) নাগরিকদের জন্য সেই সুযোগ দিচ্ছে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রক। নির্দিষ্ট কিছু শর্ত মানলেই আপনিও সেদেশে গিয়ে স্থায়ী বসবাসের অনুমতি পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের জন্য দুই ধরনের পারমিট দেওয়া হয়
স্থায়ী বসবাস(P):
যাঁরা টানা চার বছর ধরে ‘A পারমিট’ (একটানা থাকার অনুমতি) নিয়ে ফিনল্যান্ডে আছেন, তাঁরা এর জন্য আবেদন করতে পারবেন।
ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী বসবাস পারমিট (P-EU):
যাঁরা পাঁচ বছর ধরে একটানা ‘A পারমিট’ নিয়ে ফিনল্যান্ডে আছেন, তাঁদের জন্য এই বিশেষ পারমিট। মূলত যাঁদের লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলিতেও স্থায়ীভাবে থাকা, তাঁদের জন্যই এটি উপযোগী।
তবে মনে রাখতে হবে, কোনও গুরুতর অপরাধে দোষী প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে আবেদন বাতিল হয়ে যাবে।
কী কী নথি লাগবে?
আবেদন করার আগে কয়েকটি নথি রেডি রাখতে হবে,
পাসপোর্ট: পুরোনো, নতুন সহ সব কপি।
রিসেন্ট ছবি: পাসপোর্ট সাইজ।
আয়ের প্রমাণপত্র: ফিনল্যান্ডে থাকার মতো পর্যাপ্ত আয়ের কাগজ।
মূল নথি: শুধু ডিজিটাল কপি নয়, প্রয়োজনে আসল কাগজও দেখাতে হবে।
আবেদনের নিয়ম
পুরোটাই বেশ সহজ,
১. প্রথমে EnterFinland পোর্টালে গিয়ে অনলাইনে আবেদনের ফর্ম ফিল আপ করতে হবে।
২. প্রয়োজনীয় নথি আপলোড করে Migri সার্ভিস সেন্টারে গিয়ে পরিচয় ভেরিফিকেশন করতে হবে।
৩. ব্যাঙ্কিং বা কার্ডে বা চাইলে সরাসরি মিগ্রি অফিস গিয়েও ফি জমা দেওয়া যাবে।
অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর EnterFinland ই সার্ভিসে লগ ইন করে স্ট্যাটাস দেখা যাবে। বাড়তি কোনও নথির প্রয়োজন হলে সেখানেই জানিয়ে দেওয়া হবে।
ফলে যাঁরা বিদেশে পাকাপাকিভাবে থাকার স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এটা বড় সুযোগ। নিয়ম মেনে আবেদন করলেই নতুন করে জীবন শুরু করতে পারবেন।