'মধ্যস্থতায় ট্রাম্পের কোনও ভূমিকা নেই,' ভারত-পাক সংঘর্ষবিরতি কীভাবে, জানালেন লন্ডনের অধ্যাপক

ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে ডোনাল্ড ট্রাম্পের কোনও ভূমিকাই ছিল না বলে স্পষ্ট করে দিলেন লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ওয়াল্টার ল্যাডউইং। সংঘর্ষবিরতির প্রক্রিয়া সম্পর্কে আর কী কী ব্যাখ্যা তাঁর?

Advertisement
'মধ্যস্থতায় ট্রাম্পের কোনও ভূমিকা নেই,' ভারত-পাক সংঘর্ষবিরতি কীভাবে, জানালেন লন্ডনের অধ্যাপক
হাইলাইটস
  • সংঘর্ষবিরতিতে ডোনাল্ড ট্রাম্পের কোনও ভূমিকাই ছিল না
  • স্পষ্ট করে দিলেন লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক
  • কীভাবে হয়েছিল ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি?

লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিনিয়র অধ্যাপক ড. ওয়াল্টার ল্যাডউইং মনে করেন, ওয়াশিংটন নয়াদিল্লিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে দেখে। কিন্তু পড়শি দেশের সঙ্গে ভারতের দ্বন্দ্ব সেই পার্টনারশিপের ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে উঠতে পারে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে দুই পক্ষের সমঝোতার কারণে। সেখানে তৃতীয় কোনও শক্তির ভূমিকা নেই। 

'অপারেশন সিঁদুর'-এর প্রশংসা করে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই অধ্যাপক বলেন, 'জর্জ বুশ থেকে শুরু করে আমেরিকার প্রতিটি প্রেসিডেন্টের আমলেই ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে দেখা হয়েছে। ভারত যদি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে থাকে তবে এশিয়ার অন্য বড় বিষয়গুলি থেকে তাদের নজর এড়িয়ে যাবে। এটা আমেরিকার জন্যও ভালো নয়।' আমেরিকা সংঘর্ষবিরতি চাইলেও সেই মধ্যস্থতার পথে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সঠিক নয় বলেই বুঝিয়ে দিয়েছেন এই অধ্যাপক। 

সংঘর্ষবিরতি
লন্ডনের এই অধ্যাপক স্পষ্ট করেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও তৃতীয় শক্তির মধ্যস্থতার জন্য সংঘর্ষবিরতি হয়নি। তাঁর বক্তব্য, 'ভারত এবং পাকিস্তান গোলাবর্ষণ থামানোর জন্য একটি সমঝোতা করেছে। দুই পক্ষের ইচ্ছা থেকেই এমনটা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বারা কোনও চাপ দেওয়ার ঘটনা কিংবা মধ্যস্থতাকারী হিসেবে তাঁর কোনও ভূমিকা এখানে নেই।'

ভারতের নীতিতে পরিবর্তন
রক্ষণাত্মক নীতি থেকে বেরিয়ে ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে বলে মনে করছেন কিংস কলেজের এই অধ্যাপক। 

কেন আমেরিকার জন্য ভারতে স্থিতাবস্থা প্রয়োজন?
ওয়াল্টার ল্যাডউইংয়ের মতে, 'পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ ভারতের উন্নয়নের পক্ষে সদর্থক নয়। এই কারণেই আমেরিকার জন্য জরুরি, ভারত-পাকিস্তানের মধ্যে যাতে সংঘর্ষবিরতি বজায় থাকে।'

এদিকে, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হলেও উত্তেজনা কমেনি। সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে টানা নিশানা করে যাচ্ছে ভারত। সম্প্রতি পাকিস্তানকে প্রায় ১০০ কোটি ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুরের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অর্থভান্ডার (IMF)। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য IMF-কে অনুরোধ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর অভিযোগ, পাক সরকার মুরিদকে এবং বহাওয়ালপুরের দুই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের ঘাঁটি পুনর্নিমাণের জন্য আর্থিক সহায়তা করবে।

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement