ইসকনের রেস্তরাঁর ভিতর আয়েশ করে চিকেনের লেগে কামড় বসাচ্ছেন এক ব্যক্তি! ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। জানা গিয়েছে, ভিডিও লন্ডনের ইসকন গোবিন্দ রেস্তোরাঁর। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.
ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা গিয়েছে, ওই ব্যক্তি ইসকনের গোবিন্দ রেস্তরাঁয় প্রবেশ করলেন। তারপরই প্রশ্ন করলেন, সেখানে মাংস পাওয়া যায় কি না। যদিও লন্ডনের ওই রেস্তরাঁটি প্রসিদ্ধ একটি ভেজ রেস্তোরাঁ হিসেবেই। ওই ব্যক্তি সম্ভব আফ্রিকান বংশোদ্ভূত ব্রিটিশ বলেই অনুমান করা হচ্ছে।
রেস্তরাঁর কর্মীরা ওই ব্যক্তিতে সাফ জানান, কোনওরকম মাংস, পেঁয়াজ এবং রসুন বিক্রি করা হয় না সেখানে। ভিডিওতে দেখা গিয়েছে, এরপরই নিজের ব্যাগ থেকে একটি KFC চিকেন বাকেট বের করে ইসকনের ওই রেস্তরাঁর মধ্যে বসেই সেটি খেতে শুরু করেন। দিব্যি আয়েশ করে ইসকনের নিরামিষ রেস্তরাঁর মধ্যে দাঁড়িয়ে চিকেনের লেগ চিবোতে শুরু করেন ওই ব্যক্তি। তাজ্জব বনে যান রেস্তরাঁর কর্মীরাও।
ভিডিওতে শোনা গিয়েছে ওই ব্যক্তির সঙ্গে রেস্তরাঁর এক কর্মীর কথোপকথোনও। ওই ব্যক্তি প্রশ্ন করেন, 'এটি কি একটি ভেগান রেস্তরাঁ? এখানে মাংস পাওয়া যায় না?' জবাবে রেস্তরাঁর মহিলা কর্মী বলেন, 'মাংস, পেঁয়াজ, রসুন কিছুই এখানে পাওয়া যায় না।' কিন্তু তার পরের কাণ্ডে হতবাক সকলেই।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তরাঁয় খেতে আসা অপর এক গ্রাহক ওই ব্যক্তিকে বলছেন, 'আপনি কী করছেন এটা! রেস্তরাঁর নিয়ম ভঙ্গ করছেন। এটা ঠিক করছেন না।' তবে ওই ব্যক্তি কোনও ভ্রুক্ষেপ করলেন না। মনের সুখে মাংসের হাড় চিবোতে থাকেন।
এরপরই নিরাপত্তারক্ষীদের দিয়ে ওই ব্যক্তিকে বের করে দেওয়া হয় ইসকনের গোবিন্দ রেস্তরাঁ থেকে। এই কাণ্ড কি ইচ্ছাকৃত, মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্যই করা হল? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, 'আশা করব পুলিশে অভিযোগ দায়ের হবে। ওই ব্যক্তিকে গ্রেফতার করা উচিত। এত সাহস হয় কীকরে।'
আর একজন বলেন, 'এমনিতেই কোনও রেস্তরাঁয় বাইরের খাবার নিয়ে প্রবেশ করা যায় না। এবার ইসকনের রেস্তরাঁয় মাংস নিয়ে ঢোকার মতো ঘটনা ভাবাবেগে আঘাত করা। প্রয়োজনীয় শিক্ষা দেওয়া উচিত। ইচ্ছাকৃত ভাবে সংস্কৃতি, ধর্মকে অসম্মান করা কোনওমতেই মেনে নেওয়া যায় না। এটা সভ্য সমাজে হতে পারে না।'