সৌজন্য: AIসৌদি আরব বড়সড় দুর্ঘটনা। সোমবার মদিনাগামী উমরাহ যাত্রীদের একটি বাসের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ৪২ ভারতীয় উমরাহযাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই তালিকায় রয়েছে ২০ জন মহিলা, ১১ জন শিশুয। এদের মধ্যে অধিকাংশই হায়দরাবাদের বাসিন্দা বলে খবর।
জানা গিয়েছে, এদিন সকালে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই বাসটি। সে সময়ে মুফরিহাট এলাকায় এটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু উমরাহযাত্রী। স্থানীয়রা এবং এমারজেন্সি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি ঘটনায় মখ্যসচিব কে রামকৃষ্ণ রাও এবং ডিজিপি বি শিবধার রেড্ডিকে এই ঘটনা মনিটর করার নির্দেশ দিয়েছেন। সৌদি আরব দূতাবাসের থেকে প্রতি মুহূর্তের আপডেট রাখছে বিদেশ মন্ত্রকও। দুর্ঘটনাগ্রস্থদের পরিবারকেও সবরক সাহায্য করা হচ্ছে। তেলঙ্গানা সেক্রেটারিয়েটের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। 79979 59754 এবং 99129 19545 নম্বরে ফোন করে প্রিয়জনদের খোঁজ নিচ্ছেন পরিজনেরা।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, 'সৌদি আরবের মদিনায় ভারতীয় নাগরিদের দুর্ঘটনার খবরে আমি স্তম্ভিত। রিয়াধে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনসুলেট সবরকম সহযোগিতা করছে ভারতীয় পরিজনদের। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'