Trump Zuckerberg: নৈশভোজের আসরে হঠাৎ ট্রাম্পকে 'Sorry' বলছেন মার্ক জুকারবার্গ, কেন?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিনার টেবিল। হোয়াইট হাউসের বিশেষ নৈশভোজে হাজির সিলিকন ভ্যালির একাধিক সিইও। ছিলেন মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ থেকে শুরু করে গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের মতো ব্যক্তিত্বরা।

Advertisement
নৈশভোজের আসরে হঠাৎ ট্রাম্পকে 'Sorry' বলছেন মার্ক জুকারবার্গ, কেন?ঠিক কী হল নৈশভোজের আসরে?
হাইলাইটস
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিনার টেবিল।
  • কিছুক্ষণ পরই মাইক্রোফোনে জুকারবার্গের কথোপকথন ধরা পড়ে।
  • সেখানে শোনা যায়, তিনি ট্রাম্পের উদ্দেশে বলছেন 'মাফ করবেন, আমি রেডি ছিলাম না।'

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিনার টেবিল। হোয়াইট হাউসের বিশেষ নৈশভোজে হাজির সিলিকন ভ্যালির একাধিক সিইও। ছিলেন মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ থেকে শুরু করে গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের মতো ব্যক্তিত্বরা। নৈশভোজ জুড়ে ট্রাম্পের মূল ফোকাসই ছিল আমেরিকায় বিনিয়োগ বাড়ানো। তবে এই সবের মাঝেই ঘটল এক আশ্চর্য ঘটনা। 

এদিন ডিনারের মাঝেই হঠাৎ ট্রাম্প মার্ক জুকারবার্গকে প্রশ্ন করেন, 'আপনি আগামী কয়েক বছরে আমেরিকায় কত বিনিয়োগ করবেন?' ট্রাম্পের প্রশ্ন শুনে জুকারবার্গ উত্তর দেন, 'সম্ভবত ২০২৮ সালের মধ্যে আমেরিকায় আমাদের প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে।'

জুকারবার্গের এই উত্তর শুনে ট্রাম্প বললেন, 'সত্যিই অনেক বড় অঙ্ক। দারুণ খবর, মার্ক। আমাদের পাশে থাকার জন্য এর থেকে ভাল কিছু হতেই পারে না।' ডিনার টেবিলের সকলে বেশ সপ্রশংস দৃষ্টিতে মার্ক জুকারবার্গের দিতে তাকান।

হঠাৎ ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ
 

এই ঘটনার কিছুক্ষণ পরই মাইক্রোফোনে জুকারবার্গের কথোপকথন ধরা পড়ে। সেখানে শোনা যায়, তিনি ট্রাম্পের উদ্দেশে বলছেন 'মাফ করবেন, আমি রেডি ছিলাম না। আমি আসলে বুঝতেই পারিনি, আপনি কীসের পরিসংখ্যান শুনতে চেয়েছিলেন।' এরপরেই ট্রাম্প হেসে ফেলেন। সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ফ্রি স্পিচ প্রসঙ্গে ট্রাম্পের মস্করা
এদিন ট্রাম্প দৃশ্যতই বেশ খোশ মেজাজে ছিলেন। একইভাবে হালকা মুডে ছিলেন মার্ক জুকারবার্গও। নৈশভোজের আসরে এক সাংবাদি মার্ক জুকারবার্গকে ফ্রি স্পিচ ইস্যুতে প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গে পাশ থেকে ডোনাল্ড ট্রাম্প মজা করে বলেন, 'ব্যস! এই এখন থেকে তোমার রাজনৈতিক কেরিয়ার শুরু!' সবাই হেসে ফেলেন। মার্ক জুকারবার্গ যদিও কপট রাগ দেখিয়ে বলেন, 'মোটেও না!'

 

POST A COMMENT
Advertisement