Trump Threatens India: 'ভারতের উপর ব্যাপক শুল্ক বসবে...' রাশিয়ার তেল নিয়ে ফের হুমকি ট্রাম্পের

ফের মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে ভারত। রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে  ভারতকে "ব্যাপক" শুল্কের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও বলেছেন যে প্রধানমন্ত্রী তাঁকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করছেন যে রাশিয়ার থেকে তেল কেনা হবে না।

Advertisement
'ভারতের উপর ব্যাপক শুল্ক বসবে...' রাশিয়ার তেল নিয়ে ফের হুমকি ট্রাম্পেরভারতকে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
হাইলাইটস
  • ফের মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে ভারত
  • ভারতকে "ব্যাপক" শুল্কের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি
  • ইতিমধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প

ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে ভারত। রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতকে "ব্যাপক" শুল্কের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও বলেছেন যে প্রধানমন্ত্রী তাঁকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করছেন যে রাশিয়ার থেকে তেল কেনা হবে না।

এ দিন সাংবাদিকদের সম্মুখীন হয়ে আমেরিকার রাষ্ট্রপতি বলেন,  'তিনি (নরেন্দ্র মোদী) বলেছেন, আমরা রাশিয়ার থেকে তেল কিনব না। কিন্তু তারা যদি তেল কিনতে থাকে, তাহলে ব্যাপক শুল্ক বসানো হবে।' 

অর্থাৎ বন্ধুত্বের মুখোশ ছেড়ে আবার স্বমহিমায় ফিরলেন ট্রাম্প। ভারতকে হুমকি দিয়ে বসলেন।

ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক রয়েছে
ইতিমধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ভারত তাদের পণ্যের উপর বেশি শুল্ক চাপায় বলে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। বাদবাকি ২৫ শতাংশ চাপানো হয়েছে রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি হিসেবে।

আসলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ভারত পুতিনের দেশ থেকে তেল কেনা বন্ধ না করলে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। এই তেলের টাকাতেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তার ফলে রোজ মানুষের মৃত্যু হচ্ছে।

যদিও ট্রাম্পের এই দাবি মানতে নারাজ ভারত। মোদী সরকার আগেই জানিয়েছে যে ভারত কোনও যুদ্ধ সমর্থন করে না। শুধু রাশিয়ার তেলের দাম কম বলেই, সেখান থেকে কেনা হচ্ছে। এর পিছনে আর কোনও উদ্দেশ্য নেই। 

শুধু তাই নয়, যেই আমেরিকা ও ইউরোপ রাশিয়া নিয়ে, এত বড় বড় কথা বলছে, তাদের সঙ্গেও পুতিনের দেশের বাণিজ্য চলে বলে অভিযোগ করা হয়েছে ভারতের পক্ষ থেকে। যদিও সেই কথায় কান দেয়নি আমেরিকা। বরং বারবার তাদের পক্ষ থেকে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

মোদী নাকি তেল কিনবেন না বলেছেন
মোদী এবং ট্রাম্পের সম্পর্ক মধুর দিকে যাচ্ছিল। গাজা শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের প্রশংসা করেছিলেন মোদী। সেই মতো ট্রাম্পও তাঁর বন্ধুর নাম নিতে ভোলেননি। 

Advertisement

যদিও এর মাঝেই আবার রাশিয়ার তেল কেনা নিয়ে নতুন দাবি করেন ট্রাম্প। তিনি জানান, ভারত নাকি তাঁকে জানিয়েছে যে তারা রাশিয়া তেল কেনা বন্ধ করে দিয়েছে। যদিও ভারতের বিদেশমন্ত্রক এই দাবি মানতে চায়নি। আর সেই খবরেই বোধহয় চটেছেন ট্রাম্প। তাই তিনি আবার শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। চিনের মতো ভারতের উপরও শুল্ক বসে কি না।
 

 

POST A COMMENT
Advertisement