Rupert Murdoch: এই নিয়ে ৫ বার! ৯৩ বছরে আবার বিয়ে করলেন রুপার্ট মার্ডক

লোকে বলে প্রেমে পড়ার আবার বয়স হয় নাকি! যে কোনও বয়সে যে কেউ যে কারও প্রেমে হাবুডুবু খেতে পারেন। তাঁর বয়স ৯৩। এই বয়সে ফের বিয়ে সারলেন মিডিয়া টাইকুন রুপার্ট মার্ডক। ৬৭ বছরের বান্ধবীর সঙ্গে ক্যালিফোর্নিয়ায় বিয়ে করলেন রুপার্ট। এই নিয়ে ৫ বার বিয়ে করলেন তিনি। 

Advertisement
এই নিয়ে ৫ বার! ৯৩ বছরে আবার বিয়ে করলেন রুপার্ট মার্ডকফের বিয়ে করলেন রুপার্ট মার্ডক।
হাইলাইটস
  • ফের বিয়ে সারলেন মিডিয়া টাইকুন রুপার্ট মার্ডক।
  • ৬৭ বছরের বান্ধবীর সঙ্গে ক্যালিফোর্নিয়ায় বিয়ে করলেন রুপার্ট।
  • এই নিয়ে ৫ বার বিয়ে করলেন তিনি। 

লোকে বলে প্রেমে পড়ার আবার বয়স হয় নাকি! যে কোনও বয়সে যে কেউ যে কারও প্রেমে হাবুডুবু খেতে পারেন। তাঁর বয়স ৯৩। এই বয়সে ফের বিয়ে সারলেন মিডিয়া টাইকুন রুপার্ট মার্ডক। ৬৭ বছরের বান্ধবীর সঙ্গে ক্যালিফোর্নিয়ায় বিয়ে করলেন রুপার্ট। এই নিয়ে ৫ বার বিয়ে করলেন তিনি। 

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, এলিনা জুকোভার সঙ্গে বিয়ে সেরেছেন রুপার্ট। অবসরপ্রাপ্ত বায়োলজিস্ট এলিনা। ২০২৩ সালের এপ্রিলে প্রাক্তন পুলিশ অফিসার অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদান পর্ব ভেস্তে যাওয়ার পর পরই এলিনার সঙ্গে রুপার্টের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা দানা বেঁধেছিল। অবশেষে চার হাত এক হল। 

এলিনা আদতে রাশিয়ার নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্রে পরে চলে আসেন তিনি। রুপার্টের প্রথম বিয়ে হয়েছিল প্যাট্রিকা বুকারের সঙ্গে। তিনি অস্ট্রেলিয়ার একজন বিমানসেবিকা ছিলেন। ১৯৬০-এর দশকের শেষ দিকে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। রুপার্টের ৬ সন্তান রয়েছে। 


রুপার্টের দ্বিতীয় স্ত্রী ছিলেন অ্যানা টর্ভ। তিনি একজন রিপোর্টার। ৩০ বছরেরও বেশি সময় সংসার করার পর ১৯৯৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপরে ওয়েন্ডি ডেং নামে এক মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০১৩ সালে সেই বিয়ে ভেঙে যায়। জেরি হল নামে এক মডেলকে বিয়ে করেছিলেন রুপার্ট। 

অস্ট্রেলিয়ায় জন্ম রুপার্টের। মিডিয়া দুনিয়ায় বড় নাম রুপার্টের। তাঁর অধীনস্থ যেসব নামী সংবাদপত্র রয়েছে, তার মধ্যে অন্যতম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ফোর্বস সূত্রে খবর, রুপার্টের সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ন ডলার। 

গত নভেম্বরে পুত্র লাচবানকে নিজের মিডিয়া সাম্রাজ্যের অংশ হস্তান্তর করেছিলেন রুপার্ট। 

POST A COMMENT
Advertisement