মেক্সিকোর হারমোসিলো। REUTERS/Stringerমেক্সিকো শহরে ব্যস্ত সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ। দাউ দাউ করে জ্বলল সার সার দোকান। সরকারি হিসাব বলছে, শনিবার দুপুরের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় একাধিক শিশুও আছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। হাসপাতালে চিকিৎসাঘধীন আরও অন্তত ১২ জন।
ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম মেক্সিকোর হারমোসিলো শহরে। শনিবার মেক্সিকোতে বিখ্যাত ‘ডে অফ দ্য ডেড’ ফেস্টিভাল চলছিল। এই ফেস্টিভালে মেক্সিকানরা পরিবারের পূর্বপুরুষদের স্মরণ করেন। অনেকে ভূতের মতো সাজে বের হন। চলে গান, নাচ, আড্ডা। সেই উৎসবের আনন্দই মুহূর্তে পরিণত হল অন্ধকারে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। সুপারমার্কেট জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।
তবে ঠিক কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি। প্রশাসন জানিয়েছে, তদন্ত হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খুঁজে বের করা হবে।
সেদেশের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানিয়েছেন, বেশিরভাগ মৃত্যুই হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার ফলে। তিনি বলেন, 'অগ্নিকাণ্ডের সময় যাঁরা ভেতরে ছিলেন, তাঁরা ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে যান। পরে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।'
প্রেসিডেন্টের শোকবার্তা
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এক্স (টুইটার)-এ লিখেছেন, 'অনেকে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।' তিনি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে রেসকিউ টিম পাঠানো হয়েছে।
সোনোরার রেড ক্রস জানিয়েছে, তাদের ৪০ জন কর্মী এবং ১০টি অ্যাম্বুল্যান্স উদ্ধারকাজে অংশ নেয়। জখমদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
আগুনের কারণ এখনও অজানা
আপাতত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে আগুনের আসল কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কোনও নাশকতার জল্পনা উড়িয়ে দিয়েছে প্রশাসন।
উৎসবের দিনে শোক
‘ডে অফ দ্য ডেড’ উৎসব মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। প্রয়াত প্রিয়জনদের স্মরণে এই উৎসব পালিত হয়। রঙিন সাজ, মোমবাতি, খাবার, আর ফুলে ভরে ওঠে মেক্সিকোর রাস্তাঘাট, অলিগলি। কিন্তু এ বছর সেই উৎসবের দিনেই নেমে এল শোকের ছায়া।
হারমোসিলোর মানুষ এখনও ভয় আর শোকে স্তব্ধ। অনেকেই হারিয়েছেন নিজের প্রিয়জনকে। শনিবার বিকেলের দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।