Miss Thialand World 2025 Sucahata Opal: ইতিহাস গড়ে বিশ্বসুন্দরী খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংসরি

Miss Thialand World 2025 Sucahata Opal: বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭২তম সংস্করণ অনুষ্ঠিত হলো ভারতের হায়দরাবাদে। সেই গ্র্যান্ড ফিনালেতে ইতিহাস গড়লেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংসরি। তিনি হলেন প্রথম থাই প্রতিযোগী যিনি Miss World এর মুকুট অর্জন করলেন।

Advertisement
 ইতিহাস গড়ে বিশ্বসুন্দরী খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংসরিইতিহাস গড়ে বিশ্বসুন্দরী খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংসরি

Miss World 2025 Winner: বিশ্বসুন্দরী ২০২৫ প্রতিযোগিতায় থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংসরি জিতে নিলেন সেরা মুকুট। ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে ইতিহাস গড়লেন প্রথম থাই নারী হিসেবে। নন্দিনী গুপ্তার স্বপ্নভঙ্গ হলেও টপ মডেল বিভাগে তিনি মাত করে দেন।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭২তম সংস্করণ অনুষ্ঠিত হলো ভারতের হায়দরাবাদে। সেই গ্র্যান্ড ফিনালেতে ইতিহাস গড়লেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংসরি। তিনি হলেন প্রথম থাই প্রতিযোগী যিনি Miss World এর মুকুট অর্জন করলেন।
প্রধান মুহূর্তগুলো:

বিজয়ী: ওপাল সুচাতা চুয়াংসরি (থাইল্যান্ড)
স্থান: হায়দরাবাদ, ভারত
সংস্করণ: ৭২তম Miss World

টপ মডেল জয়ীরা: জেসমিন গারহার্ড (আয়ারল্যান্ড), সেলমা কামানিয়া (নামিবিয়া), নন্দিনী গুপ্তা (ভারত), অরেলি জোয়াকিম (মার্টিনিক)

নন্দিনী গুপ্তার পারফরম্যান্স:
ভারতের প্রতিনিধি নন্দিনী গুপ্তা 'Top Model' চ্যালেঞ্জে জয়ী হয়ে কনটিনেন্টাল টপ ১০-এ জায়গা করে নেন। যদিও তিনি ফাইনাল টপ ৮-এ পৌঁছতে পারেননি, তবুও তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

ওপাল সুচাতার যাত্রা:
পূর্বের শিরোপা: Miss Universe Thailand 2024, Miss Universe 2024-এ তৃতীয় রানার-আপ
শিক্ষাগত যোগ্যতা: থাম্মাসাট বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক
অর্জন: প্রথম থাই প্রতিযোগী হিসেবে Miss World জয়

 

POST A COMMENT
Advertisement