Trump-Modi: আমেরিকার 'অবৈধ' ভারতীয়দের ভবিষ্যত্‍ কী? ট্রাম্প মোদীর উপরেই চাপিয়ে দিলেন

'অবৈধ' প্রবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠাবেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনায় বেশ হইচই হচ্ছে। এমন প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন করছেন, যাঁরা দেশে ফিরবেন, তাঁদের ভবিষ্যত কী?

Advertisement
আমেরিকার 'অবৈধ' ভারতীয়দের ভবিষ্যত্‍ কী? ট্রাম্প মোদীর উপরেই চাপিয়ে দিলেন

'অবৈধ' প্রবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠাবেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনায় বেশ হইচই হচ্ছে। এমন প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন করছেন, যাঁরা দেশে ফিরবেন, তাঁদের ভবিষ্যত কী? সোমবার সেই নিয়েই মুখ খুললেন ট্রাম্প। বললেন, 'মোদীই তাঁদের জন্য সেটা সঠিক, সেই সিদ্ধান্তই নেবেন'। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় তাঁর। এরপরেই এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

১৮,০০০ ভারতীয়কে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন 'অবৈধ অভিবাসন' মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম বহিষ্কার কর্মসূচি চালু করার পরিকল্পনা করেছে। ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ১৮,০০০ ভারতীয়কে চিহ্নিত করেছে, যারা অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

জয়শঙ্কর-রুবিও বৈঠক: অভিবাসন ইস্যুর সমাধানের চেষ্টা

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। এই বৈঠকে অবৈধ অভিবাসন সংক্রান্ত উদ্বেগ নিয়ে আলোচনা হয়। জয়শঙ্কর বলেন, 'ভারত সবসময় বৈধ অভিবাসনকে সমর্থন করে। অনায্য অভিবাসন প্রতিরোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'

জয়শঙ্কর বলেন, 'অবৈধ অভিবাসনের ফলে আরও অনেক অবৈধ কার্যকলাপ ঘটে, যা একেবারেই কাম্য নয়। আমরা সবসময়েই এটা বলে এসেছি যে, যদি আমাদের নাগরিকদের অবৈধভাবে অন্য দেশে থাকার প্রমাণ মেলে, তাহলে আমরা তাদের দেশে ফেরাতে প্রস্তুত।'

মার্কিন ভিসা নিয়ে যা বলেছিলেন জয়শঙ্কর

জয়শঙ্কর আরও বলেন, 'যদি ভিসা পেতে ৪০০ দিনেরও বেশি সময় লাগে, তাহলে সেটা মোটেও দুই দেশের সম্পর্কের পক্ষে ভালো নয়।'

ভারতীয় আইটি কর্মীদের টেনশন নেই?

ট্রাম্প বলেছেন, দক্ষ কর্মীদের বৈধ অভিবাসনের ক্ষেত্রে তাঁর কোনও আপত্তি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ এইচ-১বি ভিসাধারীই ভারতের আইটি কর্মী।  

উচ্চ হারে শুল্ক নিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্পের

উচ্চ হারে শুল্ক আরোপ নিয়ে ভারত, চিন ও ব্রাজিলের মতো দেশগুলোর বিরুদ্ধে সরব হয়েছেন ট্রাম্প। তিনি বলেন, 'চিন, ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলি আমেরিকার উপর অতিরিক্ত হারে শুল্ক আরোপ করছে। আমরা এটি আর হতে দেব না। আমেরিকাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব।'

তিনি আরও বলেন, 'অন্য দেশকে ট্যাক্স দিয়ে আমাদের এখানকার লোককে গরিব না করে, বরং আমরাই সেই দেশগুলির উপর শুল্ক আরোপ করে নিজেদের আরও শক্তিশালী করব।'

Advertisement

ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান

ট্রাম্প বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের আহ্বান জানান। এর ফলে সেই সংস্থাগুলি আমদানি-রফতানি কর এড়াতে পারবে বলে জানান তিনি। এর পাশাপাশি আমেরিকায় কর্মসংস্থানও বাড়বে।

ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এই নীতিগুলি কেমন প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।

POST A COMMENT
Advertisement