আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা। এবার মিনেসোটার মিনিয়াপোলিসের অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তার জেরে অনেকের জখম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। স্থানীয় গভর্নর টিম ওয়ালজকে উদ্ধৃত করে বলা হয়েছে, ক্যাথলিক স্কুলে গুলি চালানোর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অনেকে হয়তো জখমও হয়েছেন।
গভর্নর টিম ওয়ালজ সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, 'ওই ক্যাথলিক স্কুলে গুলি চালানোর ঘটনা জানতে পেরেছি। আমরা আরও তথ্য পাওয়ার চেষ্টা করছি। বিসিএ এবং স্টেট পেট্রোল টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।' তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এতে যেন কারও প্রাণহানি না হয়।
এবিসির প্রতিবেদন অনুসারে, যখন গুলি চালানো হয় তখন শিশুদের স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে এসেছিল। অনেকের জখম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হামলাকারীকে আটক করা হয়েছে।
বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই হামলার জেরে একাধিকজন জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের দাবি, জখমের সংখ্যা ২০ বা তার আশপাশে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্তে সেখানে পৌঁছেছে এইবিআই। তাদের সাহায্য করবে স্থানীয় পুলিশ। কীভাবে এই হামলা, এর পেছে কে বা কারা তা খতিয়ে দেখা হবে।
এই ঘটনার খবর পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখছেন। এইবিআই ঘটনাস্থলে উপস্থিত। আহতদের জন্য প্রার্থনা করা হচ্ছে।