Amartya Sen: 'বাবা একদম ঠিক আছেন', অমর্ত্য সেনের মৃত্যুর গুজব ওড়ালেন তাঁর মেয়ে

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জীবিত। জানালেন তাঁর মেয়ে নন্দনা দেব সেন। সংবাদসংস্থা পিটিআই-কে নন্দনা জানান, 'আমার বাবা প্রয়াত হননি।'

Advertisement
'বাবা একদম ঠিক আছেন', অমর্ত্য সেনের মৃত্যুর গুজব ওড়ালেন তাঁর মেয়েঅমর্ত্য সেন
হাইলাইটস
  • নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জীবিত। জানালেন তাঁর মেয়ে নন্দনা দেব সেন।
  • সংবাদসংস্থা পিটিআই-কে নন্দনা জানান, 'আমার বাবা প্রয়াত হননি।' 
  • মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ও একাধিক সংবাদমাধ্যমে অমর্ত্য সেনের মৃত্যুর খবর প্রকাশিত হয়। কিন্তু এই খবর সত্য নয়।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জীবিত। জানালেন তাঁর মেয়ে নন্দনা দেব সেন। সংবাদসংস্থা পিটিআই-কে নন্দনা জানান, 'আমার বাবা প্রয়াত হননি।' মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ও একাধিক সংবাদমাধ্যমে অমর্ত্য সেনের মৃত্যুর খবর প্রকাশিত হয়। কিন্তু এই খবর সত্য নয়। তাঁর মেয়ে নন্দনা দেব সেন স্বয়ং এই বিষয়টি জানিয়েছেন। 

নিজের এক্স হ্যান্ডেলে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নন্দনা দেব সেন। সেখানে তিনি লিখেছেন, 'বন্ধুরা, আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। কিন্তু এটি ফেক নিউজ। বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা সম্প্রতি কেমব্রিজে পরিবারের সবাই মিলে গত এক সপ্তাহ জুড়ে বেশ ভাল একটা সময় কাটিয়ে এসেছি। গতকাল রাতে যখন আমরা তাঁকে বিদায় জানাচ্ছিলাম, তখনও তিনি বরাবরের মতোই শক্ত আলিঙ্গন করেছিলেন! বাবা হার্ভার্ডে সপ্তাহে ২টি কোর্স পড়াচ্ছেন, সঙ্গে তাঁর বই নিয়েও কাজ করছেন- বরাবরের মতোই ব্যস্ত আছেন!' 


 মঙ্গলবার বিকেলে একাধিক প্রথম সারির সংবাদমাধ্যমে অমর্ত্য সেনের প্রয়াণের খবর প্রকাশিত হয়। সোশ্যাল মিডিয়ায় সেগুলি আগুনের মতো ছড়াতে থাকে। তবে পরে অমর্ত্য সেনের মেয়ে নিজেই জানালেন, এটি 'ফেক নিউজ'।

গুজবের সূত্রপাত
সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিনের একটি পোস্ট থেকেই আরও বিভ্রান্তি শুরু হয়। এদিন ক্লদিয়া গোল্ডিন তাঁর ‘এক্স’ হ্যান্ডলে লেখেন, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’ 

ফেক অ্যাকাউন্ট!
পরে জানা যায়, এটি আদৌ ক্লদিয়া গোল্ডিনের এক্স অ্যাকাউন্ট নয়। একটি ভুয়ো এক্স হ্যান্ডেল থেকে এই পোস্ট করা হয়েছে।

তবে অমর্ত্য সেন একেবারে সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে। বর্তমানে তিনি বস্টনে রয়েছেন। অন্যদিকে নন্দনা নিউ ইয়র্কে আছেন। 

POST A COMMENT
Advertisement