Narendra Modi G20 Speech: G20 সম্মেলনে নয়া 'বিকাশ মডেল' প্রধানমন্ত্রী মোদীর, দিলেন ৩ প্রস্তাব

শুক্রবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ সামিটে যোগ দিতেই তিনি সেখানে গিয়েছেন। এই সম্মেলন নভেম্বর ২১ থেকে ২৩ পর্যন্ত চলবে। এই সন্মেলনে তিনি শনিবার বক্তব্য রাখলেন।

Advertisement
G20 সম্মেলনে নয়া 'বিকাশ মডেল' প্রধানমন্ত্রী মোদীর, দিলেন ৩ প্রস্তাবনরেন্দ্র মোদীর জি২০ সামিট
হাইলাইটস
  • শুক্রবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • জি২০ সামিটে যোগ দিতেই তিনি সেখানে গিয়েছেন
  • এই সম্মেলন নভেম্বর ২১ থেকে ২৩ পর্যন্ত চলবে

শুক্রবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ সামিটে যোগ দিতেই তিনি সেখানে গিয়েছেন। এই সম্মেলন নভেম্বর ২১ থেকে ২৩ পর্যন্ত চলবে। এই সন্মেলনে তিনি শনিবার বক্তব্য রাখলেন।

এই প্রথমবারের জন্য আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হল জি২০ সামিট। আর সেই সম্মেলনেই নিজের বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী মোদী।

কী বললেন তিনি?

এই সম্মেলনে তিনি জানান, জি২০ বিশ্বের অর্থনীতিতে অনেকটাই বদল এনেছে। যদিও বর্তমানের বিকাশের মডলেটি একটা বড় অংশকে বঞ্চিত করছে। বিশেষত, আফ্রিকা এবং গ্লোবাল সাউথ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। তাই তিনি নতুন তিনটি প্রস্তাব দিয়েছেন।

গ্লোবাল নলেজ ট্র্যাডিশন নিয়ে কথা বলেন মোদী

এ দিন তিনি ভারতের চিরাচরিত জ্ঞানের ধারার কথা বলেন। যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক ভারসাম্য, সামাজিক একতা এবং সাংস্কৃতিক সম্প্রীতি বজায় থাকে।

তিনি পৃথিবীর সামনে ইন্ডিয়ান নলেজ সিস্টেম মডেলের কথা তুলে ধরেন। তার মতে, এই তথ্যের মাধ্যমেই সাস্টেনবল লিভিং পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব।

স্কিল মাল্টিপ্লায়ার

প্রধানমন্ত্রী মোদীর মতে, আফ্রিকার উন্নয়ন সারা পৃথিবীর জন্য প্রয়োজন। তাই তিনি "G20-Africa Skills Multiplier."-এর ঘোষণা করেন।

এই মডেলের মূল কথা হল, 'ট্রেন দ্য ট্রেনার'। এক্ষেত্রে জি২০-এর সদস্য দেশগুলিই এই প্রকল্পের জন্য অর্থসাহায্য করবে। এই প্রকল্পের লক্ষ্য হল আগামি ১০ বছরে লক্ষ লক্ষ সার্টিফায়েড ট্রেনার তৈরি করা। যারা আবার যুবসমাজকে সেই স্কিল শেখাবে।

ড্রাগ এবং জঙ্গি জোটের বিরুদ্ধেও আওয়াজ তোলেন

এ দিন প্রধানমন্ত্রী মোদী ড্রাগ এবং টেরর নেটওয়ার্ক নিয়ে কথা বলেন। তিনি জানান, ফেনটানিলের মতো সিন্থেটিক ড্রাগ সমজের জন্য ক্ষতিকর। এটা মানব শরীরেরও বিপদ ডেকে আনে। এমনকী জাতীয় সুরক্ষাওকেও বিপন্ন করে তোলে।

তাই জি২০ এর পক্ষ থেকে জয়েন্ট ক্যাম্পেন সামনে আনা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ড্রাগ এবং জঙ্গি যোগের বিরুদ্ধে লড়াই করা হবে। এটা জঙ্গিদের টাকা দেওয়ার রাস্তাটাই বন্ধ করে দেবে।

Advertisement

নতুন বিকাশের স্ট্যান্ডার্ড তৈরি করে করা হল

এ দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মোদী লেখেন, 'জি২০ সামিটের প্রথম সেশনে নিজের বক্তব্য রাখলাম। এই সেশনটার মূল বিষয় ছিল স্থিতিশীল উন্নয়ন।' আর সেখানেই তিনি নতুন বিকাশের মডেল আনার কথা বললেন।

POST A COMMENT
Advertisement