আমেরিকায় মঙ্গলে ঊষা। ভারতীয় সময় অনুযায়ী, বুধে পা। NASA-র মহাকাশযাত্রী সুনীতা উইলিয়ম্স ও বুচ বিলমোর ফিরলেন পৃথিবীতে। ২৮৬ দিন টানা মহাকাশে কাটিয়ে অবশেষে প্রত্যাবর্তন। ভারতীয় সময় অনুযায়ী আজ অর্থাত্ বুধবার ভোর সাড়ে ৩টেয় স্পেস এক্স-এর ড্রাগন ক্যাপসুল সমুদ্র ছুঁয়েছে। পৃথিবীর মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক মহাকাশ মিশনের ইতি ঘটল।
সুনীতাদের মিশন ছিল ৮ দিনের
সুনীতাদের মিশন ছিল ৮ দিনের। কিন্তু যান্ত্রিক গোলযোগের জেরে ৯ মাস লাগল পৃথিবীতে ফিরতে। ড্রাগন যখন সুনীতাদের নিয়ে সমুদ্রপৃষ্ট ছুঁল, সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। গোটা পৃথিবী দেখছে। তাঁদের নিয়ে সোজা চলে যাওয়া হয় হিউস্টন জনসন স্পেস সেন্টারে। সেখানকার ক্রু-কোয়ার্টার্সই এখন সুনীতাদের বর্তমান ঠিকানা।
#WATCH | Splashdown succesful. SpaceX Crew-9, back on earth.
— ANI (@ANI) March 18, 2025
After being stranded for nine months at the International Space Station (ISS), NASA's Boeing Starliner astronauts Sunita Williams and Barry Wilmore are back on Earth.
(Source - NASA TV via Reuters) pic.twitter.com/1h8pHEeQRq
সুনীতার পৈতৃক গ্রামে আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা
প্রোটোকল অনুযায়ী, মহাকাশ থেকে ফেরার পরে মহাকাশচারীদের সেখানেই রাখা হয়। কতদিন থাকতে হবে, সেটা বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। নাসার ফ্লাইট সার্জেনদের অনুমোদন মিললে তবে বাড়ি ফেরা যায়। সুনীতাদের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হবে না। সুনীতারা নির্বিঘ্নে পৃথিবীর মাটিতে পা রাখতেই গুজরাটের মেহসানায় সুনীতার পৈতৃক গ্রামে আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা।
#WATCH | Being stranded at the International Space Station for 9 months, Sunita Williams is back on Earth with a smile
— ANI (@ANI) March 18, 2025
Today, NASA's SpaceX Crew-9 - astronauts Nick Hague, Butch Wilmore, Sunita Williams, and Roscosmos cosmonaut Aleksandr Gorbunov returned to Earth after the… pic.twitter.com/mdZIQTG4SN
৯ মাস মহাকাশে কী কী করেছেন সুনীতারা?
২০২৪ সালের ৫ জুন স্টারলাইনার ক্রুজ ক্যাপসুলে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। মাত্র ৮ দিনের মিশন ছিল। কিন্তু ২৮৬ দিন থাকতে হল বুচ ও সুনীতাকে। এই ৯ মাসে সুনীতারা স্পেস স্টেশনের দেখভাল করেছেন। স্পেশ স্টেশন পরিষ্কার করেছেন। স্পেশ স্টেশনে পুরনো সামগ্রী বদলানোর কাজ করেছেন। নিরন্তর গবেষণাও চালিয়েছেন মহাকাশ নিয়ে।