Nepal Bus Service: আন্তর্জাতিক যাত্রীদের জন্য নেপালে শাটল পরিষেবা, কবে থেকে চালু?

Nepal Bus Service: বিমানবন্দর থেকে সরাসরি শহরের বিভিন্ন হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যাত্রীদের। একই ভাবে হোটেল থেকেও বিমানবন্দরে ফেরানোর ব্যবস্থা রাখা হয়েছে।

Advertisement
আন্তর্জাতিক যাত্রীদের জন্য নেপালে শাটল পরিষেবা, কবে থেকে চালু?আন্তর্জাতিক যাত্রীদের জন্য নেপালে শাটল পরিষেবা, কবে থেকে চালু?

Nepal Bus Service: নেপাল পর্যটন বোর্ডের উদ্যোগে যাত্রীদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হল। বেসরকারি সংস্থার সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক বিমানযাত্রীদের সুবিধার্থে বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর থেকে চালু হল বিশেষ শাটল বাস পরিষেবা। বিমানবন্দর থেকে সরাসরি শহরের বিভিন্ন হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যাত্রীদের। একই ভাবে হোটেল থেকেও বিমানবন্দরে ফেরানোর ব্যবস্থা রাখা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা নিজেদের রুট অনুযায়ী সরাসরি নির্দিষ্ট বাসের চালকের সঙ্গে যোগাযোগ করলেই সুবিধা পাবেন। তিনটি রুটে লাগাতার চলবে এই পরিষেবা।

প্রথম রুটে বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বাস যাবে এনএসি-নিউরোড-দুর্বারমার্গ-হোটেল ইয়াক অ্যান্ড ইয়েতি-থামেল চক-লেইনচৌর চক-হোটেল শঙ্কর-অ্যাম্বাসাডর হয়ে ফের বিমানবন্দরে। এই বাসটির নম্বর বা ১ প ৯৫০। চালক হলেন হোম দুলাল (যোগাযোগ: ৯৮৬০২৯০৪৫১)।

দ্বিতীয় রুটে বিমানবন্দর থেকে গৌসালা-শিফাল-ভগবতীবাহাল-হিলটন-হোটেল ম্যারিয়ট-দুর্বারমার্গ-হোটেল র‍্যাডিসন-হোটেল শাংরিলা-নারায়ণ গোপাল চক-মহারাজগঞ্জ চক-হায়াত রিজেন্সি-ছাবাহিল চক-হোটেল দ্বারিকা’স ঘুরে ফের বিমানবন্দরে পৌঁছবে বাস। এর নম্বর বা ১ প ১৫৩৬। চালক নবরাজ আধিকারী (যোগাযোগ: ৯৮৬০৯০১০৩৩)।

তৃতীয় রুটে বিমানবন্দর থেকে টিঙ্কুনে চক-হোটেল এভারেস্ট-মৈতিঘর চক-হোটেল হিমালয়া-সেন্ট জেভিয়ার্স স্কুল-হোটেল সোয়াল্টি-হোটেল গ্র্যান্ড ঘুরে আবার বিমানবন্দরে ফিরবে বাস। এর নম্বর বা ১ প ১৭৫১। চালক হাস্তা তামাং (যোগাযোগ: ৯৮৪৩৯০৬০৯১)।

সমন্বয়ের দায়িত্বে থাকছেন মাধবী দেবী (যোগাযোগ: ৯৮০১০০৬০২৪)। নেপাল পর্যটন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে মানবিক সহায়তার ক্ষেত্রেও এই শাটল পরিষেবা ব্যবহার করা যাবে।

 

POST A COMMENT
Advertisement