Nepal Political Crisis: নেপালে রাজতন্ত্রের গুজব ঘিরে চাঞ্চল্য, সুশীলা কার্কিকে সরকারে চেয়ে আলোচনা ছাত্র-যুবদের

নেপালে ফের রাজতন্ত্র ফিরে আসতে পারে, এমন গুজব ঘিরে বৃহস্পতিবার রাতে জল্পনা-কল্পনার ঝড় ওঠে। হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, শীতল নিবাসে (রাষ্ট্রপতির ভবন) রাজার প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে। এর পরই সক্রিয় হয়ে ওঠে ছাত্র-যুব বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হোক, তবে রাজতন্ত্র যেন কোনওভাবেই ফিরে না আসে।

Advertisement
নেপালে রাজতন্ত্রের গুজব ঘিরে চাঞ্চল্য, সুশীলা কার্কিকে সরকারে চেয়ে আলোচনা ছাত্র-যুবদের
হাইলাইটস
  • নেপালে ফের রাজতন্ত্র ফিরে আসতে পারে, এমন গুজব ঘিরে বৃহস্পতিবার রাতে জল্পনা-কল্পনার ঝড় ওঠে।
  • হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, শীতল নিবাসে (রাষ্ট্রপতির ভবন) রাজার প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে।

নেপালে ফের রাজতন্ত্র ফিরে আসতে পারে, এমন গুজব ঘিরে বৃহস্পতিবার রাতে জল্পনা-কল্পনার ঝড় ওঠে। হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, শীতল নিবাসে (রাষ্ট্রপতির ভবন) রাজার প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে। এর পরই সক্রিয় হয়ে ওঠে ছাত্র-যুব বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হোক, তবে রাজতন্ত্র যেন কোনওভাবেই ফিরে না আসে।

সেনা কর্মকর্তা সুদান গুরুং স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবনে রাজাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনও আলোচনা হয়নি। সেনাবাহিনীও খুঁজে বের করার চেষ্টা করছে, কারা এই গুজব ছড়িয়েছে। তবে সূত্র দাবি করছে, রাষ্ট্রপতি ও স্পিকারের মধ্যে সংসদ ভেঙে দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। যদিও রাষ্ট্রপতি এতে রাজি নন, সেনাপ্রধান তাঁকে জানিয়েছেন, বিক্ষোভকারীদের প্রথম শর্ত সংসদ ভেঙে দেওয়া, তাই এড়ানো কঠিন।

সুশীলা কার্কির নাম আলোচনার কেন্দ্রবিন্দু
এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন কে? সূত্রের দাবি, প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম নিয়ে ইতিমধ্যেই উচ্চপর্যায়ে আলোচনা চলছে। গভীর রাতে সেনাবাহিনীর নেতৃত্ব এবং বিক্ষোভকারী প্রতিনিধিদের বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। শুক্রবার সকালে তাঁকে আবারও সেনা সদর দফতরে ডাকা হয়েছে।

কাঠমান্ডুর মেয়র বালেন শাহ প্রকাশ্যে সুশীলা কার্কির নাম সমর্থন করেছেন। এমনকি ছাত্র-যুব প্রতিনিধিরাও তাঁর সঙ্গে সরাসরি কথা বলেছেন। ফলে রাজনৈতিক মহলে জোরালো জল্পনা, খুব শিগগিরই নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো চূড়ান্ত হতে পারে।

 

POST A COMMENT
Advertisement