Dubai Golden Visa: দুবাইতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ! মাত্র এত টাকায় গোল্ডেন ভিসা দিচ্ছে UAE

ভারতের অনেকেই কর্মসূত্রে দুবাই যান। তবে সেখানে ওয়ার্ক ভিসাতেই থাকতে হয়। সংযুক্ত আরব আমিরশাহিতে স্থায়ীভাবে থাকা মোটেও সহজ নয়।

Advertisement
দুবাইতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ! মাত্র এত টাকায় গোল্ডেন ভিসা দিচ্ছে UAEআজীবন দুবাইয়ে থাকার সুযোগ, বিনিয়োগ ছাড়াই মিলবে নতুন Golden Visa
হাইলাইটস
  • ভারতের অনেকেই কর্মসূত্রে দুবাই যান।
  • সংযুক্ত আরব আমিরশাহিতে স্থায়ীভাবে থাকা মোটেও সহজ নয়।
  • নতুন Golden Visa স্কিমের বিষয়ে জেনে নিন।

ভারতের অনেকেই কর্মসূত্রে দুবাই যান। তবে সেখানে ওয়ার্ক ভিসাতেই থাকতে হয়। সংযুক্ত আরব আমিরশাহিতে স্থায়ীভাবে থাকা মোটেও সহজ নয়। তবে, ধনী ব্যক্তিদের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা হলেও অন্যরকম। সেক্ষেত্রে মোটা অঙ্কের বিনিময়ে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই দীর্ঘমেয়াদে থাকা সম্ভব। হাতে আসবে সোনার চাঁদ গোল্ডেন ভিসা। 

গোল্ডেন ভিসা পেতে খরচ কত?
দুবাইয়ের জীবন বহু ভারতীয়কেই আকর্ষণ করে। কেউ কেউ তো সেখানে ঘুরতে গিয়ে স্থায়ীভাবে থাকার স্বপ্ন দেখেন। এবার সেই স্বপ্নপূরণের রাস্তা অনেকটাই সহজ হয়ে গেল। ‌

সংযুক্ত আরব আমিরশাহি (UAE) সরকার একটি নতুন Golden Visa স্কিম চালু করেছে। আগের তুলনায় অনেক সস্তা।  

বিনিয়োগ ছাড়াও ভিসা মিলবে
রিপোর্ট অনুযায়ী, এবার থেকে কোনও বড় অঙ্কের বিনিয়োগ বা ট্রেড লাইসেন্স ছাড়াই মিলবে এই Golden Visa। নতুন নমিনেশন-বেসড পদ্ধতিতে আবেদন করলে এবং কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলেই আজীবনের জন্য ভিসা পাওয়া যাবে।

এর আগে বিষয়টি এতটা সহজ ছিল না। আগে নিয়ম ছিল, কোনও প্রপার্টি বা ব্যবসায় বড় অঙ্কের টাকা ঢাললে তবেই এই ভিসা দেওয়া হত। তাছাড়া বড় বিজ্ঞানী, চিকিৎসক, মানবাধিকার কর্মীদের সাম্মানিক গোল্ডেন ভিসাও দেওয়া হত। এখন থেকে আর সেই ব্যাপার নেই।
हैरान कर देंगे बुर्ज खलीफा से जुड़े ये रोचक फैक्‍ट्स - Burj khalifa  interesting and lesser known facts elbs

আগে কত খরচ হত?
আগে কোনও ভারতীয় নাগরিক যদি দুবাইয়ে Golden Visa পেতে চাইতেন, সেক্ষেত্রে তাঁকে সেদেশে অন্তত ২ মিলিয়ন AED (প্রায় ৪.৬৬ কোটি টাকা) মূল্যের কোনও সম্পত্তিতে বিনিয়োগ করতে হত। অথবা কোনও বড় মাপের ব্যবসায়ও সেই অঙ্কের অর্থ ঢালতে হত।

এই বিপুল বিনিয়োগ সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাই অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও আবেদন করতে পারতেন না।

এখন কত খরচ পড়বে?
নতুন Golden Visa পলিসি অনুযায়ী, এখন শুধু ১ লাখ AED (প্রায় ২৩.৩০ লক্ষ টাকা) জমা দিলেই মিলবে আজীবন বসবাসের অধিকার। কোনও রকম প্রপার্টি বা ব্যবসায় বিনিয়োগ করার দরকার নেই।

Advertisement

নমিনেশন পলিসির আওতায় ভারতীয় নাগরিকরা সরাসরি এই ফি দিয়ে আবেদন করতে পারবেন।  

সবারই সুবিধা
এই নতুন নিয়ম প্রবাসী ভারতীয়দের জন্য তো বটেই, যাঁরা প্রথমবার দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য বড় সুযোগ।

UAE সরকারের মতে, এই নীতির ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বেশি দক্ষ মানুষ এবং পর্যটক তাঁদের দেশে আসতে আগ্রহী হবেন।

কোনও রকম জটিলতা ছাড়াই ২৩ লক্ষ টাকায় যদি দুবাইয়ে আজীবন বসবাসের সুযোগ পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে বহু মানুষের স্বপ্নপূরণ করবে।   

POST A COMMENT
Advertisement