নিউইয়র্কে এসে প্রথম মুখ খুললেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টভেনেজুয়েলায় এয়ারস্ট্রাইকের পর সস্ত্রীক সে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছে আমেরিকা। ইতিমধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারও করেছেন ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে একেবারে নিশ্চুপ ছিলেন মাদুরো। গত ২৪ ঘণ্টায় তাঁর কোনও তথ্য বা বয়ান প্রকাশ্যে দেওয়ার সুযোগ পাননি তিনি। তবে এবার নিউইয়র্কে এসে প্রথমবারের জন্য মুখ খুললেন নিকোলাস মাদুরো।
নিউইয়র্কের একটি আটক কক্ষে নিয়ে যাওয়ার সময় মাত্র পাঁচটি শব্দ বলতে শোনা গিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। তাঁর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ঠিক কোন কোন শব্দ উচ্চারণ করলেন তিনি?
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটিতে দেখা যাচ্ছে নিকোলাস মাদুরোকে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কিছু অফিসার সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। যাওয়ার পথে তিনি বলেন, 'গুড নাইট'। এরপর একটু থেমে তাঁকে বলতে শোনা যায় 'হ্যাপি নিউ ইয়ার।' সোশ্যাল মিডিয়ায় মাদুরোর এই বার্তা ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই অবাক হয়ে প্রশ্ন করছেন, গ্রেপ্তারির পরও কী ভাবে এত নিশ্চুপ থাকতে পারছেন নিকোলাস। অন্যদিকে, কেউ কেউ মাদুরোর টুপি এবং তার শুভেচ্ছা বার্তা নিয়ে মজা করেছেন। বহু নেটিজেন আবার ট্রাম্পের এমন পদক্ষেপ নিয়ে সমালোচনাও করেছেন।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি রাতভর ভেনেজুয়েলার একাধিক শহরে এয়ারস্ট্রাইক করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করে মার্কিন সেনা। তাঁদেরকে পাকড়াও করে নিউইয়র্কে এনে পরে গ্রেপ্তার করা হয়। এই অভিযান চলাকালীনই ৪০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি। অন্যদিকে, অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আমেরিকাই এই আক্রমণের পিছনে রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসার কথাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
মাদুরোকে নিজেদের হেফাজতে রেখে ট্রাম্প জানিয়েছেন, আপাতত ওয়াশিংটন অস্থায়ীভাবে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ গ্রহণ করবে। ট্রাম্পের দাবি, "যতক্ষণ না নিরাপদ ও সঠিক হাতে ন্যায়সঙ্গত ভাবে ভেনেজুয়েলাকে তুলে দিতে পারছি, ততক্ষণ এই দেশকে আমরা নিয়ন্ত্রণ করব।"
এদিকে, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে একটি বিমান শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে পৌঁছায়। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা আনা হতে পারে।