ইউএন-এর একটি বৈঠকে উপস্থিত থাকার দাবি জানাচ্ছে সঘোষিত ভগবান তথা ভারতে একাধিক অপরাধের অভিযোগে পলাতক নিত্যানন্দের দেশ 'কৈলাসা'। নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণ-সহ বেশকিছু অপরাধের অভিযোগ রয়েছে। ভারতে তাঁকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে। ইউএন-এর বৈঠকে কৈলাসার প্রতিনিধি ভারতের বিরুদ্ধে বিষোদগার করেন। জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে কৈলাসের প্রতিনিধি বলেন নিত্যানন্দকে ভারতে 'নির্যাতন' করা হয়েছিল।
একজন মহিলা যিনি নিজেকে বিজয়প্রিয়া নিত্যানন্দ বলে পরিচয় দেন, তিনি সেই বৈঠকে কৈলাসার প্রতিনিধিত্ব করেন। CESCR (কমিটি অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস)-এর সভায় তিনি নিজেকে রাষ্ট্রদূত বলে পরিচয় দেন। তাঁর ভিডিও জাতিসংঘের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। তিনি বলেন, 'কৈলাসা হল হিন্দুদের জন্য প্রথম সার্বভৌম দেশ। হিন্দু ধর্মের সর্বোচ্চ পুরোহিত নিত্যানন্দ পরমাসিভম দ্বারা প্রতিষ্ঠিত।'
মহিলার কথা বলার পর কৈলাসার পুরুষ প্রতিনিধি নিজেকে ই এন কুমার নামে পরিচয় দেন। নিজেকে 'ক্ষুদ্র কৃষক' বলে পরিচয় দেওয়া এই ব্যক্তি কৃষকদের বিরুদ্ধে বাইরের দলগুলোর নিয়ন্ত্রিত সম্পদ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'অনেক সময়, স্থানীয় আইন আদিবাসী কৃষি অনুশীলনের ওপরে সীমাবদ্ধতা আনতে পারে'। তিনি আরও দাবি করেন, কৈলাসা ইকুয়েডরের উপকূলে অবস্থিত একটি দেশ, যার নিজস্ব পতাকা, পাসপোর্ট এবং রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে, নিত্যানন্দ এই জায়গায় ফ্লাইট ঘোষণা করেছিলেন। কৈলাসের ওয়েবসাইটে একে পৃথিবীর 'সবচেয়ে বড় হিন্দু জাতি' হিসেবে বর্ণনা করা হয়েছে। 'সীমানা ছাড়া' একটি দেশ এবং বিতাড়িত হিন্দুদের দ্বারা নির্মিত, যাঁরা 'নিজের দেশে হিন্দু ধর্ম পালনের অধিকার হারিয়েছে'।
নিত্যানন্দের বিরুদ্ধে কী কী অভিযোগ?
নিত্যানন্দের বিরুদ্ধে ভারতে সংঘটিত বহু অপরাধের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে শিশু ধর্ষণ, শোষণ ও অপহরণ। তিনি ২০১৯ সালে ভারত থেকে পালিয়ে যান। ২০২০ সালের জানুয়ারিতে, ইন্টারপোল তাঁর বিরুদ্ধে একটি ব্লু কর্নার নোটিশ জারি করে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয়, অবস্থান এবং কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য সদস্য দেশগুলিতে এই নোটিশ জারি করা হয়। গত বছরের অগাস্টে বেঙ্গালুরুর কাছে রামনগরের একটি স্থানীয় আদালত ২০১০ সালের একটি ধর্ষণ মামলায় নিত্যানন্দের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করে।
আরও পড়ুন - ডায়েটে রাখুন এই ৬ সুপারফুড, দীর্ঘ ও সুস্থ জীবন পাবেনই