চলতি বছরের নোবেল পুরস্কারের ঘোষণা পর্ব চলছে। ইতিমধ্যেই এক এক করে চিকিৎসাবিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, সাহিত্য় ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে গিয়েছে। বাকি রয়েছে অর্থনীতি ক্যাটিগরিটি। প্রতিবারের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ অবদানের কারণে বেছে নেওয়া হয়েছে নোবেলজয়ীদের। তবে জানেন কি এই নোবেলজয়ীরা সম্মান এবং মেডেলের পাশাপাশি মোট কত টাকা করে পান? সাহিত্য নোবেল জিতে কত টাকা পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর?
কত টাকা করে পান নোবেলজয়ীরা?
নোবেল প্রাইজ কমিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর প্রত্যেক নোবেলজয়ীকে দেওয়া হবে ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনর। যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে প্রায় ১০ কোটি টাকা। তবে শুধু ২০২৫ সালে নয়, ২০২৪ এবং ২০২৩ সালের নোবেলজয়ীদের পুরস্কারমূল্যও একই ছিল। ২০২২ সালে মূল্য কিছু কম ছিল (১ কোটি সুইডিশ ক্রোনর) অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা।
রবীন্দ্রনাথ কত টাকা পেয়েছিলেন?
১৯১৩ সালে 'গীতাঞ্জলি'-র ইংরেজি অনুবাদ করে সাহিত্যে নোবেল পয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ইউরোপের বাইরের কোনও দেশের বাসিন্দা হিসেবেই তিনিই প্রথম নোবেল পেয়েছিলেন। সে সময়ে দাঁড়িয়ে পুরস্কারমূল্য হিসেবে পেয়েছিলেন ৮ হাজার পাউন্ড। যা ভারতীয় মুদ্রায় সে সময়ে ছিল প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার সমান। ১৯১৩ সালে দাঁড়িয়ে এই পরিমাণ টাকা যে নেহাৎ কম নয়, তা বলছে ওয়াকিবহাল মহল। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মাণে নোবেল পুরস্কারের সেই অর্থ ব্যয় করা হয়েছে বলেই জানা যায়।
অ্যালফ্রেড নোবেল
১৯০১ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। অ্যালফ্রেড নোবেলের নামেই এই পুরস্কারের নামকরণ করা হয়। তিনি ছিলেন ডিনামাইটের আবিষ্কারক। দেশ ও দশের স্বার্থে যারা অবদান রাখেন, তাদের সম্মানিত করতেই এই পুরস্কার প্রদান চালু হয়েছিল। চিকিৎসাবিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি, এই ৬ বিভাগে নোবেল দেওয়া হয়। জানা যায়, অ্যালফ্রেড নোবেল মৃত্যুর আগে ইচ্ছেপত্রতে জানিয়ে গিয়েছিলেন তাঁর সারাজীবনের সমস্ত পুঁজিই এই পুরস্কারের মূল্য হিসেবে দেওয়া হবে নোবেলজয়ীদের। মৃত্যুর সময়ে (১৮৯৫) অ্যালফ্রেড নোবেলের সম্পত্তির মোট পরিমাণ ছিল ৩ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনর। যা ভারতীয় মুদ্রায় সে সময়ে ছিল ২৮ কোটি টাকা। বর্তমানে সেই মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগে নোবেল পদক তৈরি হত ২৩ ক্যারেট সোনা দিয়ে। এখন তা তৈরি হয় ১৮ ক্যারেট সোনা দিয়ে।