
বিশ্বের বিচ্ছিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়া পুরুষতন্ত্রে গভীরভাবে ডুবে। যেখানে সবসময় রাজনৈতিক ক্ষমতার রাশ থেকেছে পুরুষ নেতাদের হাতে। সেই উত্তর কোরিয়ার ক্ষমতা যেতে পারে এক মহিলার হাতে, এমনই জল্পনা। তাও আবার যে সে মহিলা নন, উত্তর কোরিয়া নেতা কিম জং উনের কন্যাই হতে পারেন পরবর্তী উত্তরসূরি এমনটাই মনে করছে সে দেশের গোয়ান্দারা।
কিম জং উন তাঁর মেয়ে কিম জু এইকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করার পরিকল্পনা করছেন। তা সত্যি হলে একচেটিয়া কমিউনিস্ট রাষ্ট্রের নেতৃত্ব দেবেন কিম-কন্যা।
উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং গভীরভাবে পুরুষতান্ত্রিক সমাজগুলির মধ্যে একটি। যেখানে রাজনৈতিক ক্ষমতা পুরুষ নেতাদের হাতেই কেন্দ্রীভূত। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সত্ত্বেও, প্রায়শই অন্যান্য ভূমিকায় তাদের বৈষম্যের মুখোমুখি হতে হয়। কিম জু এই যদি দায়িত্ব গ্রহণ করেন, তাহলে কেবল পিয়ংইয়ংয়ে পুরুষlতানন্ত্রিক শাসনের বহু প্রজন্মের পর ঐতিহাসিক বিরতিই নয়, বরং উত্তর কোরিয়ায় লিঙ্গগত বৈষম্যকেও চ্যালেঞ্জ করতে পারে।
এই মাসের শুরুতে কিম জু এই তাঁর বাবা এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে 'দ্য সান' ট্রেনে চিন ভ্রমণ করেন তখন মনোযোগ সরে যায়। বৃহস্পতিবার, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে, কিম জু এই তাঁর স্বীকৃত উত্তরসূরি বলে মনে করা হচ্ছে। সেই সফরে কিম চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিলেন। তিনি হয়তো এই সুযোগটি ব্যবহার করে তার উত্তরাধিকারীকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
সংবাদ সংস্থা এএফপির খবর অনুযায়ী, জু এই-এর একজন বড় ভাই আছেন, যাকে গোপনে পরবর্তী নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে গুঞ্জন ছিল। কিন্তু এখন সেই গুঞ্জনের অবসান ঘটেছে বলে মনে হচ্ছে।