Indian nurse jailed: হাসপাতালে রোগীর আত্মীয়কে যৌন হেনস্থা, গ্রেফতার নার্স, জেল ও বেত্রাঘাতের সাজা

রোগীর আত্মীয়কে যৌন হেনস্থার অভিযোগ উঠল নার্সের বিরুদ্ধে। সিঙ্গাপুরের একটি পাঁচতারা হাসপাতালের ঘটনা। ধৃত নার্সকে এক বছর দুমাসের জেল এবং বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। অভিযুক্ত নার্সের নাম এলিপে শিবা নাগু। বয়স ৩৪ বছর।

Advertisement
হাসপাতালে রোগীর আত্মীয়কে যৌন হেনস্থা, গ্রেফতার নার্স, জেল ও বেত্রাঘাতের সাজা
হাইলাইটস
  • রোগীর আত্মীয়কে যৌন হেনস্থার অভিযোগ উঠল নার্সের বিরুদ্ধে।
  • সিঙ্গাপুরের একটি পাঁচতারা হাসপাতালের ঘটনা।

রোগীর আত্মীয়কে যৌন হেনস্থার অভিযোগ উঠল নার্সের বিরুদ্ধে। সিঙ্গাপুরের একটি পাঁচতারা হাসপাতালের ঘটনা। ধৃত নার্সকে এক বছর দুমাসের জেল এবং বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। অভিযুক্ত নার্সের নাম এলিপে শিবা নাগু। বয়স ৩৪ বছর।

জানা গেছে, জুন মাসে র্যাফেলস হাসপাতালে একজন পুরুষ দর্শনার্থীর সঙ্গে সে এই অপরাধটি করেছে। যদিও সে আদালতে দাবি করেছে যে, তিনি ওই ব্যক্তিকে 'জীবাণুমুক্ত' করেছেন মাত্র। 

ঘটনার পরই এলিপেকে নার্সিং দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। আদালতের শুনানিতে বলা হয়েছে, ঘটনার ফলে ভুক্তভোগীর মনে সেই ঘটনার স্মৃতি জাগে। তবে ভুক্তভোগীর বয়স ও অন্যান্য ব্যক্তিগত তথ্য আদালতের নথি থেকে মুছে ফেলা হয়েছে।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজিন ফুয়া জানান, ভুক্তভোগী ১৮ জুন নর্থ ব্রিজ রোডের হাসপাতালে তার দাদুকে দেখতে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভুক্তভোগী একজন রোগীর টয়লেটে প্রবেশ করেন। এবং এলিপে সেই সময় তাঁকে 'জীবাণুমুক্ত' করার অজুহাতে সাবান লাগিয়ে শ্লীলতাহানি করেন। ঘটনায় হতবাক হয়ে ভুক্তভোগী কোন প্রতিক্রিয়া দেখাতে পারেননি।

মামলাটি ২১ জুন রিপোর্ট করা হয় এবং দুদিন পর এলিপেকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালত তাকে এক বছর দুমাসের কারাদণ্ড এবং দুটি বেত্রাঘাতের সাজা দিয়েছে।
 

POST A COMMENT
Advertisement