Operation Hawkeye Strike: সিরিয়ায় এয়ারস্ট্রাইক আমেরিকার; 'অপারেশন হকআই স্ট্রাইক' করে নতুন যুদ্ধে ট্রাম্প?

মারের বদলা পাল্টা মার। এই পদ্ধতিই নিয়েছে আমেরিকা। জঙ্গি সংগঠন আইএসআইএস ৩ জন মার্কিন নাগরিককে হত্যা করার পর সেখানে সামরিক অভিযান শুরু করে দিয়েছে আমেরিকা। চলছে এয়ারস্ট্রাইক। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক জঙ্গিঘাঁটি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রধান পিট হেগসেথ। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হকআই স্ট্রাইক’।

Advertisement
সিরিয়ায় এয়ারস্ট্রাইক আমেরিকার; 'অপারেশন হকআই স্ট্রাইক' করে নতুন যুদ্ধে ট্রাম্প?ছবি: প্রতীকী
হাইলাইটস
  • জঙ্গি সংগঠন আইএসআইএস ৩ জন মার্কিন নাগরিককে হত্যা করার পর সেখানে সামরিক অভিযান শুরু করে দিয়েছে আমেরিকা
  • গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক জঙ্গিঘাঁটি
  • এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হকআই স্ট্রাইক’

মারের বদলা পাল্টা মার। এই পদ্ধতিই নিয়েছে আমেরিকা। জঙ্গি সংগঠন আইএসআইএস ৩ জন মার্কিন নাগরিককে হত্যা করার পর সেখানে সামরিক অভিযান শুরু করে দিয়েছে আমেরিকা। চলছে এয়ারস্ট্রাইক। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক জঙ্গিঘাঁটি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রধান পিট হেগসেথ। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হকআই স্ট্রাইক’।


হেগসেথ এক্স এই বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “১৩ ডিসেম্বর মার্কিন বাহিনীর উপর হামলা হয়। সেই হামলার জবাব হিসেবে সিরিয়ায় আইএসআইএস জঙ্গি, তাদের পরিকাঠানো ও অস্ত্রঘাঁটি ধ্বংস করতে আমেরিকার সেনা ‘অপারেশন হকআই স্ট্রাইক’ শুরু করেছে।”

তিনি আরও বলেন, 'আমরা আগেই স্পষ্ট করে বলেছিলাম পৃথিবীর যে কোনও প্রান্তে কেউ যদি আমেরিকানদের লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তার বাকি জীবন এই ভেবেই কেটে যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক তাকে খুঁজে বের করবে। এমনকী নির্মমভাবে হত্যা করবে।'

কী হয়? 
আসলে কয়েকদিন আগেই আইএসআই একটা হামলা চালায়। এই হামলা চালানো হয় সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরায়। সেখানে মার্কিন ও সিরিয়ার বাহিনীর একটি কনভয়ে আইএস হামলা করে। সেই হামলায় দুইজন মার্কিন সেনা ও এক অনুবাদক প্রাণ হারান। পাশাপাশি তিনজন মার্কিন সেনা আহত হন। তবে এই ঘটনার পরই উত্তপ্ত হয় পরিস্থিতি। প্রথমে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় মার্কিন সেনাবাহিনী।

এরপর শুরু হয় অপারেশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইতিমধ্যেই হামলা শুরু হয়েছে। এই হামলাগুলো আইএসআইএস-এর ঘাঁটি লক্ষ্য করে চালানো হচ্ছে।

পাশাপাশি তিনি নিজের বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার প্রতি সমর্থন জানান। সেই সঙ্গেআইএস-এর বিরুদ্ধে লড়াইতে আমেরিকার পুরো সমর্থন রয়েছে বলে জানান তিনি।

এখানেই থেমে না থেকে ট্রাম্প আরও একবার কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 'যেই সব জঙ্গি আমেরিকানদের ওপর হামলা চালানোর মতো নৃশংস কাজ করছে, তাদের সবাইকে সতর্ক করা হচ্ছে। আপনারা যদি কোনওভাবে আমেরিকাকে আক্রমণের হুমকি দেন, তাহলে আপনাদের ওপর কঠোর আঘাত হানা হবে। 

Advertisement

কী চলছে?
মার্কিন কর্তার তরফে জানান হয়েছে, এখন বিরাট আকারে হামলা চলছে। ইতিমধ্যেই সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় আইএস-এর পরিকাঠামো ও অস্ত্র মজুত রাখার ৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই হামলা এখনও চলবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, এই অভিযানে ব্যবহার করা হয়েছে এফ-১৫ ঈগল যুদ্ধবিমান, এ-১০ থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান এবং এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টার। এছাড়াও জর্ডান থেকে পরিচালিত এফ-১৬ যুদ্ধবিমান ও হিমার্স (HIMARS) রকেট আর্টিলারিও ব্যবহৃত হয়েছে আক্রমণের জন্য।

 

POST A COMMENT
Advertisement