Pakistan- Afghanistan Clash: তালিবানের মারে 'ছেড়ে দে মা...' অবস্থা পাকিস্তানের, বাঁচতে সৌদি-কাতারের দ্বারস্থ শেহবাজ

সংঘাত থামার কোনও লক্ষণ দেখতে না পেয়ে পাকিস্তান ইতিমধ্যেই কাতার ও সৌদি আরবের দ্বারস্থ হয়েছে। পাকিস্তানি নেতাদের সঙ্গে আগেই আলোচনার প্রস্তাব খারিজ করেছে তালিবান সরকার।

Advertisement
তালিবানের মারে 'ছেড়ে দে মা...' অবস্থা পাকিস্তানের, বাঁচতে সৌদি-কাতারের দ্বারস্থ শেহবাজPakistan Afghanistan Clash
হাইলাইটস
  • পাকিস্তানের সঙ্গে সংঘাত চরমে আফগানিস্তানের
  • তালিবানদের হাত থেকে বাঁচতে সৌদি আরবের দ্বারস্থ শেহবাজ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত চরমে। এবার পাকিস্তানের দাবি, তাদের আক্রমণে তালিবানের ৪০ জওয়ানের মৃত্যু হয়েছে। তবে পাল্টা আক্রমণ শানাচ্ছে আফগানিস্তানও। তাদের কতজন জওয়ান মারা গিয়েছেন, তা নিয়ে এখনও মুখ খোলেনি তালিবান সরকার। তবে মঙ্গলবার রাতভর একে অপরের উপর হামলা করে। যা এখনও চলছে। 

এদিকে সংঘাত থামার কোনও লক্ষণ দেখতে না পেয়ে পাকিস্তান ইতিমধ্যেই কাতার ও সৌদি আরবের দ্বারস্থ হয়েছে। পাকিস্তানি নেতাদের সঙ্গে আগেই আলোচনার প্রস্তাব খারিজ করেছে তালিবান সরকার। এই অবস্থায় শেহবাজ শরিফরা চাইছেন,  কাতার ও সৌদির হস্তক্ষেপে আফগানিস্তান যেন রণে ভঙ্গ দেয় ও মধ্যস্থতা করে। 

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় নতুন করে হামলা করেছে। তার জেরে ১৫ জন নাগরিক ও ১০০ জনেরও বেশি আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই হাসপাতালে ভর্তিদের মধ্যে ৮০ জনেরও বেশি মহিলা ও শিশু। 

তালিবান যদিও পাকিস্তানের উপর পাল্টা হামলার দাবি করেছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের ট্যাঙ্কার কব্জা করেছে আফগান সেনা। সূত্রের খবর, এই ট্যাঙ্কটি সার্বিয়া থেকে কিনেছিলেন আসিফ মুনিররা। 

আফগানিস্তান পাকিস্তানের উপর একের পর এক হামলার দাবি করলেও তা প্রতিহত করা হয়েছে বলে দাবি পাকিস্তানের। তাদের তরফে জানানো হয়েছে, ৩০ জন তালিবানি যোদ্ধাকে তারা প্রতিহত করেছে। 

একাধিক বিদেশি সংবাদমাধ্যমের দাবি, দুই দেশের সংঘাতের জেরে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী দুই দেশের নাগরিকরা সবথেকে বেশি বিপদে পড়েছেন। তাঁদের ঘর ছাড়তে হয়েছে। সরকারের তরফে তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

POST A COMMENT
Advertisement