Pakistan: ভাবা যায়! চিন পাকিস্তানকে জঙ্গি বিরোধী সংস্থার চেয়ারম্যান করল, সরব ভারত

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে কুখ্যাত পাকিস্তানকে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামো (RATS)-এর চেয়ারম্যান পদে বসানো হয়েছে।

Advertisement
ভাবা যায়! চিন পাকিস্তানকে জঙ্গি বিরোধী সংস্থার চেয়ারম্যান করল, সরব ভারত
হাইলাইটস
  • সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে কুখ্যাত পাকিস্তানকে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামো (RATS)-এর চেয়ারম্যান পদে বসানো হয়েছে।
  • বুধবার কিরগিজস্তানের চোলপোন-আতায় অনুষ্ঠিত কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে কুখ্যাত পাকিস্তানকে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামো (RATS)-এর চেয়ারম্যান পদে বসানো হয়েছে। বুধবার কিরগিজস্তানের চোলপোন-আতায় অনুষ্ঠিত কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। SCO-র নিয়ম অনুযায়ী পালাক্রমে এই দায়িত্ব দেওয়া হয় এবং এবার পাকিস্তানকে ২০২৫-২৬ সালের জন্য মনোনীত করা হয়েছে।

পাকিস্তান এই পদ পেয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিলেও, ভারতের কড়া আপত্তি ধরা পড়েছে। কারণ মাত্র কয়েক মাস আগে পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। যেখানে পাকিস্তানের ভূমিকার অভিযোগ উঠেছিল। ভারতের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টি.ভি. রবিচন্দ্রন সরাসরি পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, 'সন্ত্রাসবাদকে মদতদাতাদের জবাবদিহি করতে হবে।'

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের কর্মকাণ্ড এবং ভারত-পাক দ্বন্দ্বের কারণে RATS কার্যকরভাবে কাজ করতে পারছে না। যদিও সংস্থাটির মূল উদ্দেশ্য সন্ত্রাসবাদ দমন, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং যৌথ অভিযান পরিচালনা করা, পাকিস্তানের স্পনসর করা সন্ত্রাসবাদই এ সংস্থার নিরপেক্ষতা ও কার্যকারিতা প্রশ্নের মুখে ফেলেছে।

 

POST A COMMENT
Advertisement