অপারেশন সিঁদুরে পরাজয় সত্ত্বেও পাকিস্তানের নেতা-মন্ত্রীদের মুখের ফাঁকা বুলি থামছে না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা আসিফ ভারতকে হুমকি দিচ্ছেন। আসিফ বলছেন, ভারত যদি ভবিষ্যতে কোনও দুঃসাহসিক কাজ করার সাহস করে, তাহলে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক সতর্কবার্তার পর আসিফের এই বক্তব্য। সেইসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা আসিফ ভারতের সঙ্গে আরেকটি যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। একটি পাকিস্তানি সংবাদ চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে খ্বাজা আসিফ বলেন, 'ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা রয়েছে, এবং আমি তা অস্বীকার করছি না।' এই প্রসঙ্গে বিহার নির্বাচনের কথাও তুলেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। প্রসঙ্গত, খ্বাজা আসিফ সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে আসছেন এবং বারবার যুদ্ধের কথা বলছেন। মাত্র দু'দিন আগে খ্বাজা আসিফ বলেছিলেন, 'যদি যুদ্ধ হয়, তাহলে এবার আমরা তাদের যুদ্ধবিমানগুলি কবরস্থানে সমাহিত করব।'
রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে আসিফ বলেন, 'ভারত সরকার অভ্যন্তরীণ বিষয়গুলি থেকে মনোযোগ সরাতে উত্তেজনা বৃদ্ধি করছে। পাকিস্তান আল্লাহর নামে তৈরি একটি দেশ, আমাদের রক্ষকরা আল্লাহর সৈনিক। এবার, ইনশাআল্লাহ, ভারত তার নিজস্ব বিমানের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়বে। আল্লাহু আকবর।' এখানেই থামেননি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। খাজা আসিফ স্বীকার করেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, 'ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা বাস্তব। আমি এটা অস্বীকার করছি না। পরিস্থিতি আরও খারাপ হলে পাকিস্তান বড় বিজয় অর্জন করবে।'
"Chances of war with India are real and I am not denying that": Khawaja Asif, PaK Def Min
— OsintTV 📺 (@OsintTV) October 8, 2025
"History shows that India was never one united nation, except briefly under Aurangzeb. Pakistan was created in the name of Allah. At home we argue and compete. In a fight with India we… pic.twitter.com/e1yAxSTSSx
পাকিস্তানি চ্যানেল সামা টিভিতে খ্বাজা আসিফ বলেন, 'ইতিহাস দেখায় যে ভারত কখনোই সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ ছিল না, আওরঙ্গজেবের সময় ছাড়া। পাকিস্তান আল্লাহর নামে তৈরি হয়েছিল। আমরা ঘরে বসে নিজেদের মধ্যে তর্ক করি, কিন্তু যখন ভারতের সঙ্গে যুদ্ধের কথা আসে, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।' আসিফ আরও বলেন, 'আমি মনে করি, যদি, আল্লাহ না করুন, এমন কোনও পরিস্থিতির উদ্ভব হয় যার সম্ভাবনা আছে, তাহলে আল্লাহ আমাদের আগের চেয়েও বড় বিজয় দান করবেন - ইনশাআল্লাহ!'
বিহার ভোটের প্রসঙ্গও তুলেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। খ্বাজা আসিফ বিহার নির্বাচনের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার সম্পর্ক যুক্ত করে নতুন বিতর্ক তৈরি করেছেন। তিনি বলেন, 'বিহারে নির্বাচন হওয়ায় পাকিস্তানের কথা বলা হচ্ছে, এটি অস্বীকার করা যায় না।' সামা টিভির সঙ্গে কথা বলার সময় আসিফ সতর্ক করে দেন, ভারতের সঙ্গে সংঘাতের ঝুঁকি বাস্তব এবং এটি অস্বীকার করা উচিত নয়।
খ্বাজা আসিফের এই বক্তব্য পাকিস্তান এবং আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনা তীব্রতর হচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিও অস্থির। ইমরান খানের দল পিটিআই-এর উপর দমন-পীড়ন, অর্থনৈতিক সংকট এবং সেনাবাহিনীর ক্রমবর্ধমান ভূমিকার মধ্যে, খ্বাজা আসিফের বক্তব্যকে রাজনৈতিক সমর্থন আদায়ের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।