ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে ফের উস্কানিমূলক বক্তব্য পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের। পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন, ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ ছাড়া ইসলামাবাদের আর কোনও বিকল্প নেই।
পাকিস্তানি সংবাদমাধ্যম ৩৬৫ নিউজ-এর সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ বলেন, 'গত চার দিন ধরে আক্রমণ চালাচ্ছে ভারত। তাই যুদ্ধ ছাড়া আমরা অন্য কোনও উপায় দেখতে পাচ্ছি না। আমরা উত্তেজনা কমানোর চেষ্টা করেছি। তবে সেই সম্ভাবনা কম। জনগণের মনে কোনও সন্দেহ থাকা উচিত নয় যে, যুদ্ধ দোরগোঁড়ায় এসে পৌঁছেছে।'
এর আগে খাজা আসিফ পাকিস্তানের সংসদে একটি দাবি করেছিলেন, পাকিস্তানি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে ভারতীয় ড্রোনকে আটকায়নি। সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে হাসির রোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে।
শুক্রবার পাকিস্তানের সামরিক মুখপাত্র দাবি করেন, সেনাবাহিনী ভারতের সঙ্গে উত্তেজনা কমাবে না। একটি চ্যানেলে তিনি দাবি করেন, 'আমরা উত্তেজনা কমাব না। আমাদের যে ক্ষতি হয়েছে তার জন্য ভারতকে অর্থ প্রদান করতে হবে। এখন পর্যন্ত, আমরা নিজেদের রক্ষা করছি। কিন্তু এবার আমরা জবাব দেব।'
গত রাতে বিনা উস্কানিতে ভারতের উপর হামলার চেষ্টা করে পাকিস্তান। জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পঞ্জাব এবং গুজরাতের অনেক জায়গা লক্ষ্য করে হামলা চালানো হয়। কিন্তু ভারতীয় সশস্ত্র বাহিনী প্রায় সমস্ত পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেয়। পাল্টা জবাবও দেওয়া হয় ভারতের তরফে।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, লেহ থেকে স্যার ক্রিক পর্যন্ত ভারতের ৩৬টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। সেজন্য ৩০০ থেকে ৪০০টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে সেগুলো নষ্ট করে দেওয়া হয়।