Imran Khan: দুর্নীতিতে দোষী সাব্যস্ত, ১৪ বছরের কারাদণ্ড ইমরান খানের, স্ত্রীর ৭ বছরের জেল

আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্টে দুর্নীতির অভিযোগ উঠেছিল ইমরান এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন তাঁরা। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল আদালত পর্যবেক্ষণ, ক্ষমতার অপব্যবহার করেছেন ইমরান খান।

Advertisement
দুর্নীতিতে দোষী সাব্যস্ত, ১৪ বছরের কারাদণ্ড ইমরান খানের, স্ত্রীর ৭ বছরের জেলসস্ত্রীক ইমরান খান
হাইলাইটস
  • ২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি ইমরান খান।
  • ইমরানকে ১৪ বছরের কারাদণ্ড।
  • বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড নির্দেশ দেওয়া হয়েছে। 

দীর্ঘদিন জেলে দিন কাটছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। এবার আরও বড় ধাক্কা খেলেন। আলকাদির ট্রাস্ট মামলায় ইমরানকে ১৪ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের একটি আদালত। এই মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড নির্দেশ দেওয়া হয়েছে। 

আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্টে দুর্নীতির অভিযোগ উঠেছিল ইমরান এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন তাঁরা। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল আদালত পর্যবেক্ষণ, ক্ষমতার অপব্যবহার করেছেন ইমরান খান। দু'জনকে কারাদণ্ডের পাশাপাশি ১৯ কোটি পাউন্ড জরিমানাও দিতে হবে।  এই রায় দিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি ইমরান খান।

এই মামলায় ২০২৪ সালের ডিসেম্বরে রায় স্থগিত রেখেছিল পাকিস্তানি আদালত। শুক্রবার রায় ঘোষণার আগে তিনবার স্থগিত রাখা হয়েছিল। এ দিন রায় ঘোষণার পর বুশরা বিবিকে হেফাজতে নেওয়া হয়।

অভিযোগ, আল-কাদির বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পে ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি হয়েছে। এই বিপুল অর্থ ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা এবং পাকিস্তানি কর্তৃপক্ষের মধ্যে চুক্তির অংশ ছিল। ব্যক্তিগত লাভের জন্য সেই অর্থ অন্যত্র পাঠানো হয়েছিল।

তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির অভিযোগ খারিজ করেছেন ইমরান। তাঁর দাবি, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বারবার রায়দান স্থগিত রাখা নিয়েও প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, চাপ সৃষ্টি করার জন্য এই কৌশল নিয়েছে পাকিস্তানের বর্তমান শাসক দল।

POST A COMMENT
Advertisement