মুনিরের বড় বড় হাঁকই সার, কাঙাল পাকিস্তানে ছেড়ে পালাচ্ছে কারা?

পকিস্তানের 'ব্যুরো অফ ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিস এমপ্লয়মেন্ট' দপ্তরের রিপোর্টে এই উদ্বেগজনক ছবি তুলে ধরা হয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৭২৭,০০০ এরও বেশি পাকিস্তানি বিদেশে চাকরির জন্য রেজিস্ট্রেশন করেছেন।

Advertisement
মুনিরের বড় বড় হাঁকই সার, কাঙাল পাকিস্তানে ছেড়ে পালাচ্ছে কারা?ব্রেন ড্রেন-এর শিকার পাকিস্তান
হাইলাইটস
  • দেশ ছাড়ছে হাজার হাজার প্রতিভাবান যুবক।
  • গত কয়েক বছরে পাকিস্তান ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছেন হাজার হাজার মেধাবী, প্রতিভাবান যুবক।
  • পাকিস্তানে এই 'ব্রেন ড্রেন'-এর ফলে চিকিৎসা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের হাঁড়ির হাল। দেশ ছাড়ছে হাজার হাজার প্রতিভাবান যুবক। ফলে আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ছে ইসলামাবাদের। সাম্প্রতিক তথ্য বলছে, গত কয়েক বছরে পাকিস্তান ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছেন হাজার হাজার মেধাবী, প্রতিভাবান যুবক। শেষ দু'বছরের পরিসংখ্যানও যদি দেখা হয়, তাহলে পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৫ হাজার ডাক্তার, ১১ হাজার ইঞ্জিনিয়ার ও ১৩ হাজার অ্যাকাউন্টেন্ট পাকিস্তান ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন।

পাকিস্তানের মানবাধিকার কর্মী নিজের X হ্যান্ডেলে দেশের রাজনৈতিক নেতাদের উদ্দেশে পোস্ট করে বলেন, "আপনারা রাজনীতিটা ঠিক করুন, অর্থনীতিও ঠিক করুন। পাকিস্তান বিশ্বের চতুর্থ বৃহত্তম ফ্রিল্যান্সিং হাব। কিন্তু ইন্টারনেট বন্ধের ফলে এই দেশের ১.৬২ বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। ২.৩৭ মিলিয়ন ফ্রিল্যান্সিং চাকরি ঝুঁকির মধ্যে পড়ছে।"

পকিস্তানের 'ব্যুরো অফ ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিস এমপ্লয়মেন্ট' দপ্তরের রিপোর্টে এই উদ্বেগজনক ছবি তুলে ধরা হয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৭২৭,০০০ এরও বেশি পাকিস্তানি বিদেশে চাকরির জন্য রেজিস্ট্রেশন করেছেন।  ২০২৫ সালের নভেম্বরের মধ্যে এই সংখ্যা ৬৮৭,০০০-এ পৌঁছেছে। উল্লেখযোগ্য বিষয় হল, শুধুমাত্র যে শ্রমিক বা মজদুর শ্রেণির লোকই পাকিস্তান ছাড়ছে তা নয় কিন্তু। বরং বহু শিক্ষিত ও পেশাদাররাও বিপুল পরিমাণে দেশ ছেড়ে যাচ্ছেন।

পাকিস্তানে এই 'ব্রেন ড্রেন'-এর ফলে চিকিৎসা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।  ২০১১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ২১৪৪ শতাংশ নার্স দেশ ছেড়ে চলে গিয়েছেন। পাকিস্তানি সংবাদপত্র, দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট বলছে, চলতি বছরেও এই প্রবণতা রয়েছে। নার্স ও চিকিৎসকদের এমন হঠাৎ দেশত্যাগ শাহবাজ শরীফ সরকারের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

অন্যদিকে, ভিক্ষাবৃত্তি এবং অবৈধ ভাবে অন্য দেশে ঢোকার জন্য  হাজার হাজার পাকিস্তানিকে বিশ্বের বিভিন্ন দেশে শাস্তি দেওয়া হয়েছে। ফলে  বিশ্বের দরবারেও মুখ পুড়েছে পাকিস্তানি প্রশাসনের।

POST A COMMENT
Advertisement