বড় খবর! পুলওয়ামা জঙ্গি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করল পাকিস্তান

পুলওয়ামা জঙ্গি হামলায় তাদের হাত থাকার কথা স্বীকার করে নিল পাকিস্তান। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে জঙ্গি হামলা হয়। তাতে শহিদ হন ৪০ জন জওয়ান।

Advertisement
বড় খবর! পুলওয়ামা জঙ্গি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করল পাকিস্তানবড় খবর! পুলওয়ামা জঙ্গি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করল পাকিস্তান
হাইলাইটস
  • ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে জঙ্গি হামলা হয়
  • তাতে শহিদ হন ৪০ জন জওয়ান

পুলওয়ামা জঙ্গি হামলায় তাদের হাত থাকার কথা স্বীকার করে নিল পাকিস্তান। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে জঙ্গি হামলা হয়। তাতে শহিদ হন ৪০ জন জওয়ান। এই হত্যাকাণ্ডেই তাদের ভূমিকা স্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী। যদিও এর আগে তারা নিজেদের হাত থাকার কথা অস্বীকার করে আসছিল। সাংবাদিকদের সামনে সামনে পাকিস্তান সেনা স্বীকার করেছে যে পুলওয়ামা জঙ্গি হামলা তাদের 'কৌশলগত প্রতিভা' ছিল।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ বলেন, 'আমরা পুলওয়ামায় আমাদের কৌশলগত প্রতিভা দিয়ে তাদের বলার চেষ্টা করেছি।' ঔরঙ্গজেব পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ডিজি পাবলিক রিলেশন। পাকিস্তানি সেনা কর্তার এই বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার হয়ে গেল যে পুলওয়ামা হামলায় পাকিস্তানের ভূমিকা ছিল। গত ২২ এপ্রিলের পহেলগাঁও হামলাতেও পাকিস্তানি জঙ্গি তাদের মদতদাতাদের ভূমিকা পাওয়া গিয়েছে। এই বিরল স্বীকারোক্তি পহেলগাঁও হামলায় নিজেদের নির্দোষ দাবি করা ও ভারতের কাছ থেকে প্রমাণ চাওয়ার অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

শুক্রবার ঔরঙ্গজেব আহমেদ আরও বলেন, 'যদি পাকিস্তানের আকাশসীমা, স্থল, জলসীমা, অথবা তার জনগণ হুমকির সম্মুখীন হয়, তাহলে কোনও আপোস করা যাবে না। এটি অলক্ষিত থাকতে পারে না। আমরা আমাদের দেশের কাছে ঋণী। পাকিস্তানি জনগণের সশস্ত্র বাহিনীর উপর যে গর্ব এবং আস্থা রয়েছে তা আমরা সর্বদা বজায় রাখি, যে কোনও মূল্যে। পুলওয়ামায় আমাদের কৌশলগত দক্ষতার মাধ্যমে আমরা তা প্রকাশ করার চেষ্টা করেছি। এখন, আমরা আমাদের অপারেশনাল অগ্রগতি এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছি। আমি বিশ্বাস করি তাদের মনোযোগ দেওয়া উচিত।'

POST A COMMENT
Advertisement