অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি থামিয়েছিলেন। এমনই দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভারতের তরফে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছিল। আবার সম্প্রতি ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ ট্যারিফ বসানোর ঘোষণাও করেছে মার্কিন প্রশাসন। তার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এই আবহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প।
চলতি মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভা রয়েছে। সেই বৈঠকে যোগ দেবেন বিশ্বের সব নেতারা। পাকিস্তানের তরফে থাকবেন শেহবাজ শরিফ ও তাদের সেনা প্রধান আসিফ মুনির। সূত্রের খবর, দুজনেই ট্রাম্পের সঙ্গে দেখা করবেন।
সূত্রের দাবি, ২৫ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন মুনির ও শেহবাজ। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভার মাঝে কোনও এক সময় বৈঠকটি হব। কী নিয়ে দুই দেশের নেতাদের মধ্যে আলোচনা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কাতারের উপর ইজরায়েলি হামলার ফলে পাকিস্তানে যে বন্যা হয়েছে, তার প্রভাব নিয়ে আলোচনা হতে পারে। ভারত নিয়েও দুই দেশের মধ্যে কথা হতে পারে।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাধারণ পরিষদের সভায় অংশগ্রহণ করবেন না। সেখানে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। এই সভায় ব্রাজিল প্রথম বক্তা হিসেবে থাকবে। তারপর আমেরিকার তরফে ভাষণ দেওয়া হবে। ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদে এটিই হবে প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন। ভারতের তরফে জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন।
যদিও এই সাধারণ সভায় জুলাই মাসে প্রকাশিত বক্তাদের তালিকায় প্রধানমন্ত্রী মোদীর নাম অন্তর্ভুক্ত ছিল। ২৬ সেপ্টেম্বর তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। তবে, বক্তাদের এই তালিকায় পরে সংশোধন করা হয়। ভারত, আমেরিকা ছাড়াও চিন, পাকিস্তান, বাংলাদেশ এবং ইজরায়েলের রাষ্ট্রপ্রধানরা ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন।