পাকিস্তানের শিয়ালকোটের পসরুর সেনা ক্যাম্পে পৌঁছন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে তোলেন ছবিও। মোদীকে নকল করেই ট্যাঙ্কের ওপর উঠে পড়েন শরিফ? ১৩ মে পঞ্জাব আদমপুরের বিমানঘাঁটিতে গিয়েছিলেন মোদী। পাকিস্তান দাবি করে তারা এই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত করেছিল। সেখানে দাঁড়িয়ে অক্ষত আদমপুর বিমানঘাঁটির ছবি তুলে ধরেন প্রধানমন্ত্রী। এতেই প্রমাণিত হয় পাকিস্তানের পরাজয়ের, মিথ্যে খবর ছড়ানোর।
১০ মে হামলায় ভারতীয় সেনাবাহিনী পসরুর সেনা ক্যাম্পের রাডার সিস্টেম ধ্বংস করে দেয়। সেই জায়গায় সেনার সঙ্গে দেখা করতে গেলেন পাকিস্তান প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ একই কথা পুনরাবৃত্তি করেন। সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করেন।
ছবিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে টুপি পরে পসরুর সেনা সেনাঘাঁটিতে পৌঁছন। ঘাসে ঢাকা ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পিছনে একটি পোস্টার দেখা যায়। যাতে পাক সেনায় নিহতদের ছবি লাগানো হয় বলে জানা যায়।
শুধু শরিফ নন, সঙ্গে সেনাপ্রধান আসিম মুনির, পাকিস্তান বিমানবাহিনী প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সহ অন্যান্য সামরিক কর্মকর্তারাও সেখানো পৌঁছন। ট্যাঙ্কের উপরে আসিম মুনির এবং এয়ার মার্শাল বাবরের পিঠে চাপড়ে দেন। পাক সেনাকে সেলাম জানান।
শাহবাজ শরিফ বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্বের জন্য গর্বিত। যুদ্ধের সময়, এক মুহূর্তের জন্যও তাদের মুখে চিন্তা দেখিনি। যখনই শত্রুরা অগ্রসর হওয়ার কথা বলত, আমাদের সেনাপ্রধান আমাকে জিজ্ঞাসা করতেন যে কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত... এটি সাহস এবং সাহসিকতার একটি গল্প যা যদি কখনও সুযোগ পাই, অবসর গ্রহণের পরে আমি আমার বইতে লিখব। কিন্তু আজ আপনারা পাকিস্তানকে গর্বিত করেছেন।"
শাহবাজের হুমকি, ভারত যদি পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করার কথাও ভাবে, তাহলে আমাদের সেনারা তাদের সাহসিকতা এবং আত্মত্যাগের মাধ্যমে জলের অধিকার অর্জন করবে।
পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার জবাবে শুরু হওয়া ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানে ১০০ জন সন্ত্রাসবাদী নিহত। এই অভিযানে ৩০ থেকে ৪০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।