Pakistan Blast: পাকিস্তানে সেনা অফিসের কাছেই বড়সড় বিস্ফোরণ, মৃত অন্তত ৬, আহত বহু

মঙ্গলবার সকালে বিস্ফোরণ ঘটে পূর্ব কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পস সদর দফতরের কাছে মডেল টাউনে। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের বাড়ির জানলার কাচ ভেঙে যায়। তারপরই শোনা যায় গুলির শব্দ।

Advertisement
পাকিস্তানে সেনা অফিসের কাছেই বড়সড় বিস্ফোরণ, মৃত অন্তত ৬, আহত বহুপাকিস্তানে বিস্ফোরণ
হাইলাইটস
  • মঙ্গলবার কোয়েটায় বিস্ফোরণ।
  • আহত অনেকে। নিহত একাধিক।

পাকিস্তানের কোয়েটায় সে দেশের সেনাবাহিনীর সদর দফতরের কাছে বড়সড় বিস্ফোরণ। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এই ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ১৯। তাঁদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। 

মঙ্গলবার সকালে বিস্ফোরণ ঘটে পূর্ব কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পস সদর দফতরের কাছে মডেল টাউনে। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের বাড়ির জানলার কাচ ভেঙে যায়। তারপরই শোনা যায় গুলির শব্দ। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গোটা এলাকা ঘিরে চলে তল্লাশি অভিযান। সিনিয়র পুলিশ অফিসার জানান, বিস্ফোরণের প্রকৃতি জানার চেষ্টা চলছে।

কোয়েটায় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। ওই হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মহম্মদ কাকার এবং স্বাস্থ্য সচিব মুজিব-উর-রহমান। একইভাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে বিএমসি হাসপাতাল এবং ট্রমা সেন্টারে। আহতদের চিকিৎসার জন্য সব ডাক্তার, নার্সদের ছুটি বাতিল করেছে প্রশাসন। 

প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত কেউ ঘটনার দায় স্বীকার করেনি।  

POST A COMMENT
Advertisement