Operation Sindoor Impact Pakistan Stock Market Crash: ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাবে ধস পাকিস্তানের শেয়ার বাজারে, বন্ধ হল ট্রেডিংও

Pakistan Stock Market Crash Operation Sindoor Impact : ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের KSE-100 সূচকে ৬.৩২% পতন। বিনিয়োগকারীদের মধ্যে ছড়ায় আতঙ্ক, বাজারে সাময়িক ট্রেডিং স্থগিত। বিশেষজ্ঞদের মতে, অর্থনীতির দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতা এর পেছনে মূল কারণ।

Advertisement
‘অপারেশন সিঁদুর’-এর প্রভাবে ধস পাকিস্তানের শেয়ার বাজারে, বন্ধ হল ট্রেডিংও‘অপারেশন সিন্দুর’-এর প্রভাবে ধস পাকিস্তানের শেয়ার বাজারে, বন্ধ হল ট্রেডিংও

Pakistan Stock Market Crash Operation Sindoor Impact : ভারতের 'অপারেশন সিঁদুর'-এর পর পাকিস্তানের শেয়ার বাজারে ব্যাপক ধস দেখা গিয়েছে। করাচি স্টক এক্সচেঞ্জে KSE-100 সূচক একদিনে ৬.৩২% বা ৬,৯৪৮.৭৩ পয়েন্ট পড়ে গিয়ে নেমে এসেছে ১,০৩,০৬০.৩০ পয়েন্টে। এই পতনের জেরে পাকিস্তান শেয়ার বাজারে সাময়িকভাবে ট্রেডিং বন্ধ রাখা হয়।

এই পরিস্থিতির পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে ভারতের সাম্প্রতিক বিমান হামলাকে, যা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো হয়। ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় নিহত হয় ২৬ জন ভারতীয় পর্যটক, তার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় সূত্র।

বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাজারে হঠাৎ করে বিক্রির হিড়িক পড়ে যায়। এই ধস পাকিস্তানের আর্থিক কাঠামোর দুর্বলতা ও আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান চাপের প্রতিচ্ছবি।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান সরকারের উপর আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ বাড়বে, এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠিন সময় পার করতে হতে পারে। রাজনীতিগত অস্থিরতা ও সীমান্ত উত্তেজনা আরও দীর্ঘমেয়াদে বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভারতের 'অপারেশন সিঁদুর' ছিল পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত একটি বিমান হামলা, যা ২২ এপ্রিল পাহালগামে ২৬ জন পর্যটকের মৃত্যুর প্রতিশোধ হিসেবে চালানো হয়। এই হামলার পর পাকিস্তানের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে বাজারে ব্যাপক বিক্রি শুরু হয়।

 

POST A COMMENT
Advertisement