আর্থিক মন্দায় জর্জরিত পাকিস্তানের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। খাদ্যাভাবে ধুঁকছে প্রতিবেশী দেশটি। ইতিমধ্যেই গমের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। বাজারে হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে আটার বস্তা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আটার কল এবং পাকিস্তানের খাদ্য দফতরের মধ্যে সমন্বয়ের অভাবের কারণেই সঙ্কট তৈরি হয়েছে। তা ছাড়া পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকে গমের জোগানও কমেছে। সে কারণে সরকারি দোকান থেকে ভর্তুকি দেওয়া গমের বস্তা কেনার জন্য লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। আর সেখানে গম নিয়ে কাড়াকাড়ি শুরু হচ্ছে। গন্ডগোলের জেরে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।
লাহোরে ১৫ কেজি আটার ব্যাগ বিকোচ্ছে ২,০৫০ টাকায়। গত দু’সপ্তাহে ১৫ কেজি আটার দাম ৩০০ টাকা বেড়েছে এই শহরে। একটি পাক দৈনিক জানিয়েছে, এই প্রথম সে দেশে ২০ কেজি আটার বস্তার দাম হয়েছে ৩,০০০ টাকা। করাচিতেও এক কেজি আটার দাম ১৫০ টাকা। গত কয়েক সপ্তাহে সেখানে ২০ কেজি আটার বস্তার দাম বেড়েছে ৪০০ টাকা। হায়দরাবাদে ২০ কেজি আটার বস্তার দাম ২,৮৮০ টাকা, পেশোয়ারে ২,৬৫০ টাকা।
“आटा ख़त्म…Gate बंद…”
— Jyot Jeet (@activistjyot) January 10, 2023
#PakistanEconomy #Pakistan pic.twitter.com/jgitifBIZR
পঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদে সরকারি দোকানে ভর্তুকি দিয়ে এক বস্তা আটার দাম ১,২৯৫ টাকা। খাইবার পাখতুনখোয়ায় খোলা বাজারে এক বস্তা আটার দাম ৩,১০০ টাকা। সেখানে সরকারি দোকানে এক বস্তা আটার দাম ১,২০০ টাকা। সেই আটা কিনতে গিয়েই হুড়োহুড়ি পড়ছে। দেশটির কিছু অংশে গমের ঘাটতির খবর পাওয়া যাচ্ছে। এই সঙ্কটের পেছনে খাদ্য অধিদপ্তর ও ময়দা মিলের অব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে।
এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষ প্রতিদিন ভর্তুকিযুক্ত আটার ব্যাগ পেতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন। পাকিস্তানে ক্রমবর্ধমান সংকটের মধ্যে গম ও আটার দাম আকাশ ছুঁয়েছে। বেলুচিস্তানের খাদ্যমন্ত্রী জামারাক আচাকজাই ইঙ্গিত দিয়েছেন যে এই অঞ্চলের কিছু গমের মজুদ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ায় সঙ্কট আরও তীব্র হতে পারে।
#PakistanFlourCrisis, Visual from #Sindh Pakistan, people were seen squabbling for flour.
— Bakhtawar Shah (@Shah_Bakhtawar1) January 10, 2023
It's Painful💔💔#PakistanEconomy #ResilientPakistan pic.twitter.com/7qlSjh3rni
রাশিয়া থেকে আমদানি করা গমের একটি বড় চালান করাচি বন্দরে পৌঁছেছে। সোমবার করাচি বন্দরে গম ভর্তি দুটি জাহাজ পৌঁছেছে এবং রাশিয়া থেকে অতিরিক্ত ৪,৫০,০০০ টন গম গোয়াদর বন্দর দিয়ে পাকিস্তানে পৌঁছাবে। গমের ঘাটতি মেটাতে পাকিস্তান সরকার মোট ৭৫ লাখ টন গম আমদানি করছে। রাশিয়া থেকে পাকিস্তান যে গম কিনেছে তা ৩০ মার্চের মধ্যে পাকিস্তানে পৌঁছে যাবে। রাশিয়ার পাশাপাশি অন্যান্য দেশ থেকে আমদানি করা গমও করাচি বন্দরে পৌঁছেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, করাচি বন্দরে ৩,৫০,০০০ টন গম পৌঁছেছে।
আরও পড়ুন-মানুষের হাহাকার, দেশ চালানোর টাকাও শেষ... দুর্ভিক্ষেই বিনাশ পাকিস্তানের ?