চুলোয় যাক রোগী! যৌন উত্তেজনায় সাড়া দিতে অস্ত্রপচার মাঝপথে ছেড়ে বেরিয়ে OT ছেড়ে গেলেন ডাক্তার। সংজ্ঞাহীন রোগীকে ছেড়ে পাশের ঘরে নার্সের সঙ্গে লিপ্ত হলেন যৌন মিলনে। চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার টেমিসাইড হাসপাতালে। এই কীর্তি ঘটিয়েছেন পাক নাগরিক ডা: সুহেল আঞ্জুম।
দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বরের। তবে তা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। জানা যায় হাসপাতালের OT-তে এক রোগীকে অচেতন করার পর এক নার্সের হাতে দায়িত্ব দিয়ে বেরিয়ে যান ডা: সুহেল আঞ্জুম। তারপরই পাশের একটি রুমে গিয়ে অন্য এক নার্সের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হন। শুধু তাই নয়, আপত্তিকর অবস্থায় তিনি ধরাও পড়ে যান। ৮ মিনিট বাদে ফিরে আসেন OT-তে।
ঘটনার জেরে ২০২৪ সালে চাকরি ছেড়ে পাকিস্তানে ফিরে যান ডা: সুহেল আঞ্জুম। কিন্তু সম্প্রতি ফের ওই হাসপাতালেই কাজে যোগ দিয়েছেন তিনি। আর তাই প্রকাশ্যে এসে গিয়েছে সেই কীর্তি।
ইংল্যান্ডের মেডিক্যাল ট্রাইবুনালের কাছে নিজের দোষ স্বীকার করেছেন ওই পাকিস্তানি ডাক্তার। জানিয়েছেন তিনি লজ্জিত ও অনুতপ্ত। ডা: সুহেল আঞ্জুমের কথায়, 'খুবই লজ্জাজনক কাজ করেছি আমি। রোগী, সহকর্মী এবং নিজেকেও আশাহত করেছি। আমার ভুলে রোগীর প্রাণসংশয় হতে পারত।' নিজের কাণ্ডের জন্য সাফাই হিসেবে তিনি জানান, ওই সময়টা বড্ড মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। সন্তানের প্রি-ম্যাচিওর জন্ম, স্ত্রীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন এবং ব্যক্তিগত অশান্তি চলছিল সে সময়ে। আর তাই সাময়িক মানসিক শান্তির জন্য যৌনতার হাতছানিতে সাড়া দেন।
যদিও নার্সের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকার সময়ে OT-তে থাকা অচেতন রোগীর কোনও ক্ষতি হয়নি, তা সত্ত্বেও একজন ডাক্তারের এহেন গাফিলতিতে দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।