
নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৬ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ এখনও চলছে। বিধ্বস্ত বিমানটিতে ৫ ভারতীয় নাগরিকও ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। স্থানীয় লোকজনও উদ্ধারে সাহায্য করছেন।
তথ্য অনুযায়ী, ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমান কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে উড়েছিল। এই বিমানটি ছিল ৭২ সিটার। পোখারার কাছে পৌঁছতেই বিমানটি বিধ্বস্ত হয়। নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, পোখারার পুরনো অভ্যন্তরীণ বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।
বিমানটিতে ৫৩ জন ভারতীয়, ৫৩ জন নেপালি, ৪ জন রাশিয়ান, ২ জন দক্ষিণ কোরিয়ান, ১ জন আইরিশ, ১ জন আর্জেন্টিনা এবং একজন ফরাসি নাগরিক ছিলেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচণ্ড ও স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছনে জরুরি বৈঠকের পর সরাসরি কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী প্রচণ্ড ও স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছনে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছেছেন। ত্রিভুবন বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
দুর্ঘটনার বেশ কিছু ছবি ইতিমধ্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে পড়ে আছে সেখানে আগুন জ্বলছে। এবং আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে।
আরও পড়ুন- নেপালে পাহাড়ে ধাক্কা খেয়ে নদীতে বিমান, এখনও পর্যন্ত ৩৬ জনের দেহ উদ্ধার