SCO Summit 2025: নাম না করে পাকিস্তানকে মোদী 'তুলোধনা' করলেন, বেজার মুখে হজম করলেন শেহবাজ

SCO সামিটের মঞ্চে সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করলেন। বিশ্বমঞ্চে কার্যত মুখ পুড়ল পাকিস্তানের।

Advertisement
নাম না করে পাকিস্তানকে মোদী 'তুলোধনা' করলেন, বেজার মুখে হজম করলেন শেহবাজSCO সামিটের মঞ্চে সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাইলাইটস
  • SCO সামিটের মঞ্চে সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • নাম না করে পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে মোদীর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।

SCO সামিটের মঞ্চে সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, 'সন্ত্রাস সমগ্র মানবজাতির একটি সমস্যা। কোনও দেশ, সমাজ বা নাগরিকই সন্ত্রাস থেকে সম্পূর্ণ নিরাপদ নয়।' এরপরই বলেন, 'কিছু দেশ আছে, যারা প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সাপোর্ট করে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।' পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে মোদীর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের। পাকিস্তানের উদ্দেশেই যে এই বার্তা, তাই নিয়ে কার্যত নিশ্চিত বিশ্লেষকরা।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে SCO সামিটে এসে পৌঁছন। সম্মেলন স্থলে প্রবেশের আগে তাঁদের উষ্ণ বার্তালাপের ছবি ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ছবি। এ সংবাদমাধ্যমের ভিডিও এবং ছবিতে তিন নেতার উষ্ণ করমর্দন, হাসি ঠাট্টা এবং সংক্ষিপ্ত আলাপচারিতার দৃশ্য ধরা পড়েছে।

এতকিছু যখন চলছে, ঠিক তখনই পাশ দিয়ে, চুপচাপ হেঁটে যেতে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে।

তার অল্প সময় বাদেই সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই নাম না করে পাকিস্তানকে রীতিমতো তুলোধনা করেন তিনি। 

উল্লেখ্য, রবিবারই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন মোদী। সেখানে সন্ত্রাস মোকাবিলায় চিনের সহায়তা চেয়েছিলেন। এদিনও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন দেশগুলিকে একজোট হয়ে লড়ার বার্তা দেন। বলেন, 'SCO তে সন্ত্রাসের ফান্ডিং ও উগ্রবাদের বিরুদ্ধে একটি প্ল্যান তৈরি করা উচিত। সেখানে ভারতের ডি র‍্যাডিকালাইজেশন প্রোগ্রামকে কাজে লাগানো যেতে পারে।'

এর পাশাপাশি  সাইবার সন্ত্রাস ও ড্রোন হামলার বিরুদ্ধে প্রযুক্তির প্রয়োগেও জোর দেন।  

POST A COMMENT
Advertisement