PM Modi in China: ৭ বছর পর চিনে মোদী, ট্রাম্প শুল্কের মাঝে এশিয়ায় নয়া সমীকরণ?

সাত বছর পর চিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার টোকিও থেকে সরাসরি তিয়ানজিন শহরে পৌঁছন তিনি। দু’দিনের জাপান সফরের পরেই চিন রওনা দেন তিনি। এই সফরের মূল উদ্দেশ্য হল শাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া।

Advertisement
৭ বছর পর চিনে মোদী, ট্রাম্প শুল্কের মাঝে এশিয়ায় নয়া সমীকরণ?সাত বছর পর চিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাইলাইটস
  • সাত বছর পর চিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • শনিবার টোকিও থেকে সরাসরি তিয়ানজিন শহরে পৌঁছন তিনি।
  • দু’দিনের জাপান সফরের পরেই চিন রওনা দেন তিনি।

PM Modi China Visit 2025: সাত বছর পর চিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার টোকিও থেকে সরাসরি তিয়ানজিন শহরে পৌঁছন তিনি। দু’দিনের জাপান সফরের পরেই চিন রওনা দেন তিনি। এই সফরের মূল উদ্দেশ্য হল শাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া। তবে এই সামিট ছাড়াও, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।

টোকিও থেকে তিয়ানজিন
শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে ছিলেন মোদী। সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ভারত জাপান দ্বিপাক্ষিক বৈঠক করেন।

জাপানে চারটি গুরুত্বপূর্ণ কারখানাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে একটিতে তৈরি হচ্ছে E10 শিনকানসেন বুলেট ট্রেনের প্রোটোটাইপ। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রোজেক্ট, আহমেদাবাদ-মুম্বই হাই স্পিড রেল করিডরে সেই ট্রেনেই চলবে বলে মনে করা হচ্ছে।

ইন্ডিয়া জাপান বিজনেস ফোরামে বক্তব্য রাখেন
শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী ইন্ডিয়া-জাপান বিজনেস ফোরামের মিটিংয়ে অংশ নেন। সেখান দুই দেশের মধ্যে প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ডাক দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'জাপানের প্রযুক্তি আর ভারতের প্রতিভা একত্রিত হলে আমাদের দুই দেশই এই শতকের প্রযুক্তি বিপ্লবের নেতৃত্ব দেবে।'

বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর পরপর জাপান ও চিন সফর স্ট্র্যাটেজিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে বর্তমানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। 

তিয়ানজিনে চিনে বসবাসকারী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা
শনিবার সন্ধ্যায় তিয়ানজিনে পৌঁছনোর পর থেকেই প্রধানমন্ত্রীকে  উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের প্রবাসী ভারতীয়রা। 

POST A COMMENT
Advertisement