PM Modi in China: চিনে বসবাসকারী ভারতীয়ের সংখ্যা কত? জানলে চমকে উঠবেন

PM Modi in China: চিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারই তিয়ানজিনে পৌঁছেছেন। শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগ দেবেন। রবিবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকও করছেন মোদী।

Advertisement
চিনে বসবাসকারী ভারতীয়ের সংখ্যা কত? জানলে চমকে উঠবেনIndians in China: চিনে ঠিক কী কারণে ভারতীয়রা যান? জানুন
হাইলাইটস
  • চিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • রবিবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকও করছেন মোদী।
  • ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য বলছে, চিনে প্রতিবছর হাজার হাজার ভারতীয় চাকরি, পড়াশোনা বা ব্যবসার জন্য যান।

PM Modi in China: চিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারই তিয়ানজিনে পৌঁছেছেন। শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগ দেবেন। রবিবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকও করছেন মোদী। দীর্ঘ সাত বছর পর চিন সফরে গেলেন প্রধানমন্ত্রী। তবে গত দশ মাসে এই নিয়ে দ্বিতীয়বার শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ।

ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য বলছে, চিনে প্রতিবছর হাজার হাজার ভারতীয় চাকরি, পড়াশোনা বা ব্যবসার জন্য যান। চিনে ঠিক কতজন ভারতীয় থাকেন? তাঁরা কোন সেক্টরে কাজ করেন? আসুন জেনে নেওয়া যাক।

চিনে কতজন ভারতীয় থাকেন?

বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী,

  • চিনে ৫৫,৫০০ জন প্রবাসী ভারতীয় (NRI) রয়েছেন।
     
  • ৫৫০ জন ভারতীয় বংশোদ্ভূত (PIO) থাকেন।
     
  • মোট ৫৬,০৫০ জন ভারতীয় (NRI ও PIO মিলিয়ে) চিনে বসবাস করেন।

আনুমানিক হিসাব অনুযায়ী, চিনে ৪৫,০০০ থেকে ৫৬,০০০ ভারতীয় আছেন। তাঁদের মধ্যে কেউ পড়াশোনা করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ আবার বিভিন্ন বহুজাতিক সংস্থা বা প্রযুক্তি ক্ষেত্রে কাজ করছেন। চিনের IT, ম্যানুফ্যাকচারিং এবং ট্রেড সেক্টরে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় কাজ করেন। কেউ কেউ চিন থেকে সরাসরি ভারত বা অন্য দেশে ব্যবসাও চালান।

কোন কোন সেক্টরে বেশি ভারতীয়?

চিনে বসবাসকারী ভারতীয়রা মূলত এই সেক্টরগুলিতেই বেশি কাজ করেন,

  • মেডিক্যাল এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত ফিল্ডে (ছাত্রছাত্রী)
     
  • ব্যবসা বাণিজ্য
     
  • বহুজাতিক এবং ভারতীয় সংস্থায়
     
  • ব্যাঙ্কিং সেক্টরে
     
  • আইটি এবং প্রযুক্তি ক্ষেত্রে

ভারতীয়রা চিনে যান কেন?
প্রতিবছর হাজার হাজার ভারতীয় পড়াশোনা, চাকরি বা ব্যবসার জন্য চিনে যাচ্ছেন। এর কয়েকটি প্রধান কারণ হল,

সস্তায় পড়াশোনা
MBBS: ভারতে মেডিক্যাল সিট কম এবং খরচ বেশি। ইউরোপ বা পশ্চিমী দেশগুলিতেও বিপুল পরিমাণে খরচ। এদিকে চিনে খরচ তুলনামূলকভাবে কম। আর পরিকাঠামোর দিক থেকে পশ্চিমী দেশগুলির থেকে কোনও অংশে কম নয়। সেই কারণেই সেখানে অনেকেই মেডিক্যাল পড়তে যান। সেদেশের সিলেবাস WHO/NMC রও স্বীকৃত।

ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কোর্স: বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব চিন। আপনি যে ফোনে এই প্রতিবেদন পড়ছেন, তাতেও সম্ভবত চিনে তৈরি যন্ত্রাংশ রয়েছে। স্বাভাবিকভাবেই চিনের বিশ্ববিদ্যালয়গুলি রিসার্চ এবং টেকনোলজি সংক্রান্ত পড়াশোনার জন্য দুর্দান্ত। ইন্টারন্যাশানাল ছাত্রছাত্রীদের জন্য চিন স্কলারশিপও দেয়।

চাকরি ও ব্যবসা
বিভিন্ন কোম্পানিতে কাজ: আইটি, ম্যানুফ্যাকচারিং এবং ট্রেড সেক্টরে ভারতীয়রা চাকরি করতে যান।

ব্যবসা: ইলেকট্রনিক্স, টেক্সটাইল, মেশিনারি ইত্যাদি ক্ষেত্র থেকে ভারত ও অন্যান্য দেশে ব্যবসার সুযোগ আছে। অনেকেই চিন থেকে প্রোডাক্ট ভারতে পাঠানোর ও বিক্রির ব্যবসা করেন।

Advertisement

নতুন ব্যবসা শুরু: অনেক ভারতীয়ই চিনে ব্যবসা করতে যান।

সস্তায় বিশ্বমানের সুযোগ সুবিধা
ইউরোপ বা আমেরিকার তুলনায় চিন অনেক সস্তা। ভারত ও চিন প্রতিবেশী হওয়ায় যাতায়াতও সহজ। পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে গ্লোবাল এক্সপোজ়ার মেলে। চিনের বিশ্ববিদ্যালয় ও কোম্পানিতে বিশ্বের নানা দেশের ছাত্রছাত্রী এবং কর্মীরা একসঙ্গে কাজ করেন।

MBBS পড়তে ভারতীয়রা চিন যান কেন?|
প্রতিবছর হাজার হাজার ভারতীয় ছাত্র চিনে মেডিক্যাল পড়তে যান। এর মূল কারণ, ভারতে প্রাইভেট মেডিক্যাল কলেজে পড়ার খরচ ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত। চিনে খরচ ২০ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যে।

ভারতে NEET উত্তীর্ণ হলেও সরকারি কলেজে সিট পাওয়া কঠিন। চিনে সহজে সিট মেলে। পড়াশোনা শেষে ভারতে ফিরে NMC স্ক্রিনিং (FMGE/NEXT) পরীক্ষা দিতে হয়। তাতে পাশ করলেই প্র্যাকটিস করা যায়। চিনের বিশ্ববিদ্যালয়গুলি WHO, NMC, USMLE, PLAB সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার স্বীকৃত।

চিনের মেডিক্যাল কলেজের পরিকাঠামো অত্যাধুনিক। সেই সঙ্গে বড় হাসপাতালে প্রচুর প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হয়। সেই কারণেই অনেকেই আজকাল চিনে ডাক্তারি পড়তে যান।

POST A COMMENT
Advertisement