এসসিও সম্মেলনে যোগ দিতে চিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিয়ানজিনে দুই দিনের সফরে মোদীর জন্য বিশেষ ব্যবস্থা করেছে চিন সরকার। চিনের প্রেসি়ডেন্ট শি জিনপিংয়ের পছন্দের বিলাসবহুল গাড়ি হংকি (Hongqi)তে যাতায়াত করছেন প্রধানমন্ত্রী।
হংকি কী?
হংকি শব্দটার বাংলা করলে দাঁড়ায় ‘লাল পতাকা’। এইটি চিনের একটি রাষ্ট্রায়ত্ত ব্র্যান্ড। ১৯৫৮ সালে ফার্স্ট অটোমোটিভ ওয়ার্কস (FAW) প্রথম এই গাড়ি তৈরি করে। মূলত কমিউনিস্ট পার্টি অফ চায়নার (CPC) শীর্ষ নেতাদের জন্যই এই গাড়ি তৈরি করা হয়েছিল। সেই সময় থেকেই হংকি চিনের গর্ব। একেবারে 'Made in China' র প্রতীক বলা যেতে পারে।
চিনের প্রেসিডেন্ট Hongqi L5 সেডান ব্যবহার করেন। এটি চিনের সবচেয়ে দামি গাড়ি। ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৪.৮৬ কোটি টাকা। সেই গাড়িরই ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য।
শি জিনপিংয়ের প্রিয় গাড়ি
রাষ্ট্রপতি শি জিনপিং সরকারি সফরে সাধারণত হংকি গাড়িই ব্যবহার করেন। ২০১৯ সালে মহাবলীপুরমে ভারত সফরের সময় শি জিনপিংকে এই হংকির L5 মডেলের গাড়িতেই দেখা গিয়েছিল। এবার সেই একই গাড়ি মোদীর জন্য বরাদ্দ করেছে চিন সরকার।
তিয়ানজিনে মোদীর জন্য বিশেষ নিরাপত্তা
তিয়ানজিনে SCO Summit 2025 এ অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা সুনিশ্চিত করতে হংকি গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নেয় চিন প্রশাসন। নির্মাতাদের দাবি, এই গাড়ি শুধুই যে বিলাসবহুল, তাই নয়, বরং অত্যন্ত নিরাপদও বটে। গাড়ির অন্দরসজ্জা কোনও রোলস রয়েস, মার্সিডিজকেও টেক্কা দেবে।
হংকির ইতিহাস
১৯৫৮ সালে যাত্রা শুরু। চিনের কমিউনিস্ট পার্টির বড় নেতারা এই গাড়ি ব্যবহার করতেন। তাছাড়া চিনের ধনকুবেররাও এই গাড়ি চড়তেন। ধীরে ধীরে এটি সেদেশে সাফল্যের স্টেটাস সিম্বল হয়ে ওঠে। ঠিক পশ্চিমী দেশের রোলস রয়েস বা মেব্যাক গাড়ির মতো। আজও রাষ্ট্রপতি শি জিনপিং থেকে শুরু করে উচ্চপদস্থ কূটনীতিবিদদের প্রথম পছন্দ এই গাড়ি। সময়ের সঙ্গে এই গাড়ির বিভিন্ন মডেলের আধুনিকিকরণও করা হয়েছে। তবে নিন্দুকদের দাবি, রোলস রয়েস, মার্সিডিজের নকশা, প্রযুক্তি কপি করে হংকির গাড়িগুলি তৈরি করা হয়েছে।
চিন ভারত সম্পর্কের প্রতীক
চিনের তরফে মোদীকে হংকি গাড়ি দেওয়াকে কূটনৈতিক দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।