PM Narednra Modi: ঘানায় জাতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত PM মোদী, দুই দেশে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর

ঘানার দ্বিতীয় জাতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পঞ্চদেশ সফরের প্রথমে ঘানা গিয়েছেন তিনি। এটি পশ্চিম আফ্রিকায় তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর। আক্রার কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে জাঁকজমকভাবে স্বাগত জানানো হয়। ২১টি তোপধ্বনির মাধ্যমে সালাম দেওয়া হয়। এদিন ঘানার প্রেসিডেন্ট জন মাহামা প্রধানমন্ত্রী মোদীকে 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা' প্রদান করেন।

Advertisement
ঘানায় জাতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত PM মোদী, দুই দেশে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরঘানায় জাতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত PM মোদী

ঘানার দ্বিতীয় জাতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পঞ্চদেশ সফরের প্রথমে ঘানা গিয়েছেন তিনি। এটি পশ্চিম আফ্রিকায় তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর। আক্রার কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে জাঁকজমকভাবে স্বাগত জানানো হয়। ২১টি তোপধ্বনির মাধ্যমে সালাম দেওয়া হয়। এদিন ঘানার প্রেসিডেন্ট জন মাহামা প্রধানমন্ত্রী মোদীকে 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা' প্রদান করেন।

রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, "ঘানার জাতীয় সম্মানে ভূষিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমি প্রেসিডেন্ট মহামা, ঘানা সরকার এবং ঘানার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১.৪ বিলিয়ন ভারতীয়ের পক্ষ থেকে আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি। এই সম্মান আমাদের তরুণদের আকাঙ্ক্ষা, তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি, আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রতি এবং ভারত ও ঘানার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রতি উৎসর্গ করছি।"

এর আগে, প্রধানমন্ত্রী মোদী ঘানার মাটিতে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন প্রেসিডেন্টের বিমানবন্দরে আসা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বিষয়। যৌথ বিবৃতি জারি করার সময়, প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত-ঘানা বন্ধুত্বের মূলে রয়েছে আমাদের ভাগ করা মূল্যবোধ, সংগ্রাম এবং একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য স্বপ্ন। যা অন্যান্য দেশগুলিকেও অনুপ্রাণিত করেছে।

অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা
তিনি ঘানাকে একটি প্রাণবন্ত গণতন্ত্র এবং পশ্চিম আফ্রিকার "আশার আলো" হিসেবে প্রশংসা করেছেন। এই সফরে দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আজ আমরা ঘানার জন্য ITEC এবং ICCR স্কলারশিপ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছি। তরুণদের বৃত্তিমূলক শিক্ষার জন্য একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কাজ করা হবে। কৃষি খাতে, আমরা প্রেসিডেন্ট মহামার "ফিড ঘানা" কর্মসূচিতে সহযোগিতা করতে পেরে খুশি হব।'

এর পাশাপাশি, জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে ঘানার নাগরিকদের সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রদানের প্রস্তাব করা হয়েছিল। ভ্যাকসিন উৎপাদনে সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঘানার সহযোগিতার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, দুই দেশ সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের সংস্কারের ক্ষেত্রেও দুই দেশ একই দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement