ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে বাণিজ্যে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনও আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন প্রেক্ষাপটে চলতি মাসের শেষে চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে এবার মুখ খুলল আমেরিকা।
কী বলেছে হোয়াইট হাউস
এই প্রসঙ্গে হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ-মুখপাত্র টমি পিগট বলেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা সম্পর্কে খুব স্পষ্ট করে দিয়েছেন এবং পদক্ষেপ করেছেন। তাঁর সংযোজন, ভারত আমাদের কৌশলগত অংশীদার, আমাদের ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা অব্যাহত থাকবে। বিদেশ নীতির ক্ষেত্রে যেমন হয়, অংশীদার দেশের সঙ্গে ১০০ শতাংশ একমত হতে পারবেন না।
প্রসঙ্গত, ভারতের উপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। গত ১ অগাস্ট থেকে ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে বলে জানানো হয়। রাশিয়ার থেকে সামরিক সরঞ্জাম, তেল কেনার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণেই 'শাস্তি' স্বরূপ ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। সবমিলিয়ে ভারতের উপর শুল্কের পরিমাণ ৫০ শতাংশ।
অন্য দিকে, এ মাসের শেষের দিকে জাপান ও চিন যাচ্ছেন মোদী। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে চিনের তিয়ানজিন শহরে SCO শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। রাশিয়াও SCO-এর সদস্য, তারা শীর্ষ সম্মেলনে তাদের প্রতিনিধিদল পাঠাচ্ছে, তবে পুতিনের উপস্থিতি এখনও নিশ্চিত হয়নি। SCO-তে ৯টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে রয়েছে ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। ২০১৮ সালের পর এটিই প্রধানমন্ত্রী মোদীর প্রথম চিন সফর। ২০২০ সালে গালওয়ানে সংঘর্ষের পর এই প্রথমবার চিনে যাবেন তিনি।