ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার মোদীর সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প। মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব সর্বজনবিদিত। এদিন বৈঠকে ট্রাম্প বলেন, 'প্রধানমন্ত্রী মোদী আমার দীর্ঘদিনের ভাল বন্ধু।' দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বিষয়ে কথা হয়েছে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন তাঁরা। এই সংক্রান্ত সব খবরের লেটেস্ট আপডেট রইল এখানে...
ভারত-আমেরিকার মেগা পার্টনারশিপ: মোদী
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মোদী বলেন যে, আমেরিকার নাগরিকরা MAGA (মেক আমেরিকা গ্রেট এগেন)সম্পর্কে জানেন এবং ভারতবাসীও ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের পথে এগোচ্ছেন। মোদী বলেন, 'আমেরিকার ভাষায় এটা মেক ইন্ডিয়া গ্রেট এগেন, MIGA। আমেরিকা ও ভারত যখন একসঙ্গে কাজ করে, তখন MAGA ও MIGA একসঙ্গে মেগা পার্টনারশিপ তৈরি করে উন্নতির জন্য। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩০ সালের মধ্যে আমাদের বাণিজ্য দ্বিগুণ করব।'
চিন প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প
চীনকে কীভাবে পরাজিত করবেন এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমরা কাউকে হারাতে পারি কিন্তু কাউকে হারানোর কথা ভাবি না। আমরা ৪ বছর ধরে ভাল কাজ করছিলাম, কিন্তু আমাদের থামানো হয়েছিল এবং একটি খুব খারাপ প্রশাসন এসেছিল। এখন আমরা ভাল কাজ চালিয়ে যাব এবং আমরা আরও শক্তিশালী হব।'
ভারত শান্তির পক্ষে: মোদী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোদি বলেন, 'ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে। এটা যুদ্ধের যুগ নয়। যুদ্ধক্ষেত্রে সমাধান পাওয়া যাবে না। আমরা শান্তির সকল উদ্যোগকে সমর্থন করি। আমরা যুদ্ধ শেষ করতে ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করি। ট্রাম্প বলেন, 'আমরা যুদ্ধের অবসান চাই।'
ট্রাম্প-মোদীর চুক্তি সাক্ষর
ট্রাম্প বলেন, 'তেল-গ্যাস, এলএনজি বিক্রির মাধ্যমে আমরা খুব সহজেই ঘাটতি পূরণ করতে পারি। প্রধানমন্ত্রী মোদি এবং আমি শক্তির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি, যা আমেরিকাকে ভারতে তেল ও গ্যাসের প্রধান সরবরাহকারী হিসাবে পুনরুদ্ধার করবে।'
মুম্বই হামলার চক্রীকে প্রত্যর্পণের জন্য ট্রাম্পকে ধন্যবাদ মোদীর
২৬/১১ মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের ঘোষণা করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদী।
মোদীকে বই উপহার ট্রাম্পের
মোদীকে বই উপহার দিলেন ট্রাম্প। বইটির নাম 'আওয়ার জার্নি টুগেদার'। ২০২০ সালে তাজমহল সফরের ছবি মোদীকে দেখালেন ট্রাম্প।
ট্রাম্পকে অভিনন্দন মোদীর
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদী।