ভারতের বিনিয়োগের জন্য 'ইয়েহি সময় হ্যায়, সহি সময় হ্যায়,' প্যারিসের মাটিতে দাঁড়িয়ে বিশ্বের সব শিল্পপতি, ব্যবসায়ীদের এটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার নির্যাস, ভারতে বিশ্বের সব শিল্পপতিদের মোদীর বার্তা, ভারতে বিনিয়োগের এটাই সঠিক সময়।
সকলের উন্নতির সঙ্গে ভারতের উন্নতি জড়িয়ে
১৪তম ভারত-ফ্রান্স CEO ফোরামে মোদী বললেন, 'সকলের উন্নতির সঙ্গে ভারতের উন্নতি জড়িয়ে। যেমন অ্যাভিয়েশন সেক্টর, ভারতীয় কোম্পানিগুলি অনেক বেশি পরিমাণ প্লেন কেনার অর্ডার দিচ্ছে। বর্তমানে আমরা ১২০টি নতুন বিমানবন্দর খুলতে চলেছি দেশে, বুঝতেই পারছেন আপনাদের ভবিষ্যত্ উজ্জ্বল।'
লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা
সোমবার দু’দিনের সফরে ফ্রান্সে পৌঁছন মোদী। মঙ্গলবার তিনি এআই সম্মেলনে যোগ দেন। সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI) ভাল-খারাপ দিকগুলি তুলে ধরেন। মোদী জানিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।
Highlights from the programmes in Paris yesterday, including the AI Action Summit, India-France CEO Forum and various meetings… pic.twitter.com/O4qcGWL15z
— Narendra Modi (@narendramodi) February 12, 2025
খুব শীঘ্রই ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ
গত ১০ বছরে ভারতে কী কী পরিবর্তন হয়েছে, গোটা বিশ্ব দেখছে বলেও দাবি করেন মোদী। তাঁর কথায়, 'সংস্কার, পরিবর্তন ও রূপান্তরের মাধ্যমে ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। খুব শীঘ্রই ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। বিশ্বমঞ্চে আমাদের পরিচিতি হল, ভারত বিশ্বের বিনিয়োগকারীদের জন্য অন্যতম পছন্দের জায়গা।' তিনি জানান, তাঁর আমলেই সংশ্লিষ্ট উদ্যোগ শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন। ভারত-ফ্রান্স সিইও ফোরামে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ছাড়াও দু’দেশের বড় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‘মেক ইন ইন্ডিয়া’ ক্যাম্পেনের ফলে ভারতে বিনিয়োগে কতটা বদল এসেছে, ভারত-ফ্রান্স সিইও ফোরামে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরই মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেন শুরু করেন নরেন্দ্র মোদী। বিদেশি সংস্থাগুলিকে তাদের পণ্য ভারতে উৎপাদনের আহ্বান জানান।