PM Narendra Modi In Japan : জাপানে মোদীর মুখে কবিগুরু-স্বামীজির কথা, কী বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রীর মুখে এদিন শোনা যায় কবিগুরুর কথা। মোদী বলেন,"গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, এটা একইসঙ্গে প্রাচীন ও আধুনিকও। জাপানকে পদ্মফুলের সঙ্গে তুলনা করে তাঁর জাপানযাত্রা বর্ণনা করেছিলেন। প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে মোদী বলেন, জাপানের ভাষা, বেশভূষা, খাবার আপনাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। এর কারণ হল, ভারতের সংস্কার বরাবরই অন্য সংস্কৃতিকে আপন করে নিতে শেখায়। আর তাই ভিন দেশে দীর্ঘদিন থাকলেও মাতৃভূমির সঙ্গে আপনাদের শিকড় জুড়ে রয়েছে।" 

Advertisement
জাপানে মোদীর মুখে কবিগুরু-স্বামীজির কথা, কী বললেন প্রধানমন্ত্রী?নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • জাপান সফরে প্রধানমন্ত্রী
  • তুললেন রবীন্দ্রনাথ-বিবেকানন্দের প্রসঙ্গ
  • প্রশংসা করলেন জাপানের

জাপানে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ। সোমবার প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাপানকে পদ্মফুলের সঙ্গে তুলনা করেন নরেন্দ্র মোদী। জাপানের ভূয়ষী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, "জাপান দেশটা পদ্মফুলের মতো। পদ্মফুলের গোড়া যেমন মাটির সঙ্গে দৃঢ়, এবং একইসঙ্গে এর পাপড়ি চারপাশে সৌন্দর্য ছড়িয়ে রাখে, জাপানও ঠিক তেমনই।" 

পাাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে এদিন শোনা যায় কবিগুরুর কথা। মোদী বলেন,"গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, এটা একইসঙ্গে প্রাচীন ও আধুনিকও। জাপানকে পদ্মফুলের সঙ্গে তুলনা করে তাঁর জাপানযাত্রা বর্ণনা করেছিলেন। প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে মোদী বলেন, জাপানের ভাষা, বেশভূষা, খাবার আপনাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। এর কারণ হল, ভারতের সংস্কার বরাবরই অন্য সংস্কৃতিকে আপন করে নিতে শেখায়। আর তাই ভিন দেশে দীর্ঘদিন থাকলেও মাতৃভূমির সঙ্গে আপনাদের শিকড় জুড়ে রয়েছে।" 

এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি, স্বামী বিবেকানন্দের প্রসঙ্গও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেন,"স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম মহাসম্মেলনে যাচ্ছিলেন তখন তিনি জাপানে এসেছিলেন। বিবেকানন্দের মনেও দাগ কেটেছিল এখানকার সংস্কৃতি, ধর্মচর্চা। যা আজ গোটা পৃথিবীতে ছাপ ফেলেছে।" 

প্রসঙ্গত কোয়াড সফরে যোগ দিতে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪০ ঘণ্টার জাপান সফরে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বেশকয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেবেন নরেন্দ্র মোদী।   

আরও পড়ুনহাতে কাপড় কাচার দিন শেষ, জলের দরে Washing Machine মিলছে Flipkart-এ

 

POST A COMMENT
Advertisement