PM Narendra Modi at COP26 Summit: গ্লাসগোয় ওয়ার্ল্ড লিডার সামিট অফ কপ-২৬ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত জানালেন। কৃষকদের ওপর এর ফল সবথেকে বেশি পড়ছে। এ কাজে পিছিয়ে পড়া দেশগুলোর দুনিয়ার সাহায্য দরকার বলে মনে করেন।
মোদীর পরামর্শ
ওই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেছেন, অ্যাডাপ্টেশনে বেশি নজর দেওয়া উচিত দুনিয়ার। সারা দুনিয়ায় কিন্তু অ্যাডাপ্টেশন নজর দেওয়া হচ্ছে না। জলবায়ু নিয়ে দুনিয়ার মধ্যে যে তর্ক-বিতর্ক রয়েছে, তার মধ্যে অ্যাডাপ্টেশনেকে ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এইটা সেই সব উন্নয়নশীল দেশের সঙ্গে অন্যায় যারা জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি প্রভাবিত হচ্ছে।
Addressing the @COP26 Summit in Glasgow. https://t.co/Gca9quYv9b
— Narendra Modi (@narendramodi) November 1, 2021
এমনটা হতেই পারে যে অ্যাডাপ্টেশন এর ধরন লোকাল। কিন্তু পিছিয়ে পড়া দেশগুলো যাতে এ ব্যাপারে উন্নত দেশের সহযোগিতা পায়, সে ব্যাপারে সওয়াল করেছেন তিনি।
তিনি বলেন, লোকাল অ্যাডাপ্টেশনের জন্য বিশ্বের সাহায্য পেতে ভারত কোয়ালিশন ফর ডিজাস্টার রেসপন্স ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প আগেই শুরু করে দিয়েছে। সব দেশকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতে নলবাহিত জল, স্বচ্ছ ভারত মিশন আর উজ্জ্বলা প্রকল্প চালু করা হয়েছে। আর এর সাহায্যে নাগরিকদের অনেক সুবিধা হয়েছে। এবং তাঁদের জীবনযাত্রার মান আগের থেকে অনেক উন্নত হয়েছে।
তিনি বলেছেন, অনেক সম্প্রদায় রয়েছে যারা প্রকৃতির সঙ্গে কী করে থাকতে হয়, সদ্ভাব বানিয়ে জীবনযাপন করা যায়, সে সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমাদের নীতিতে তাদের গুরুত্ব দেওয়া উচিত। স্কুলের পাঠ্যক্রমে এগুলো যুক্ত করে দেওয়া দরকার বলে মনে করেন তিনি।
রবিবার প্রধানমন্ত্রী স্কটল্যান্ডের গ্লাসগো শহরে পৌঁছেছেন। সেখানে তিনি জলবায়ু সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। আয়োজিত হবে তিনি যখন। তিনি সেখানে পৌছানোর পর গ্লাসগোয় উপস্থিত ভারতীয়রা 'মোদি হলেন ভারতের গয়না' নামের গানটি ধরেন। এবং তাঁকে স্বাগত জানান।
গ্লাসগোতে বিশ্বের। শীর্ষ সম্মেলনের জন্য স্কটিশ ইভেন্টস ক্যাপসে হতে চলা রাষ্ট্রপুঞ্জের রূপরেখা তৈরির জন্য ২৬তম শিখর সম্মেলনে (COP26)-এ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা একশো কুড়ি সহকারী প্রধান এবং রাষ্ট্রপ্রধান উপস্থিত হয়েছেন।
দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি২০ (G20) সম্মেলন অংশ নেওয়ার জন্য ইটালির রাজধানী রোমে গিয়েছিলেন। রবিবার সেই সম্মেলনে শেষ হয়ে গিয়েছে। ওই সম্মেলনে জি২০ (G20) সদস্য দেশ বিশ্বের স্বাস্থ্য, অর্থব্যবস্থা এবং জলবায়ুর মতো বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছ।